অরুন্ধতী সরকার, ওহাইও সংবাদ: Traditional Arts Apprenticeship program দক্ষ শিল্পী ও তাঁদের শিক্ষানবিশদের বিভিন্ন সাংস্কৃতিক অঙ্গনে যেমন লোকশিল্প অথবা ধ্রুপদী শিল্পে গবেষণা করার ক্ষেত্রে বিশেষ ভাবে সহায়তা করে। এর মাধ্যমে সাংস্কৃতিক শিক্ষার বিস্তার ও আদান-প্রদানের এক বিশেষ ক্ষেত্র প্রস্তুত হয়। Traditional Arts Apprenticeship award এভাবেই বিভিন্ন গুরুত্বপূর্ণ কলা মাধ্যমগুলির শিক্ষণ ও প্রসারের মাধ্যমে ওহাইওর বিভিন্ন সম্ভাবনাময় প্রতিভাদের জীবন সমৃদ্ধ করে তুলছে। গুরু কেলুচরণ মহাপাত্র এবং গুরু দেবপ্রসাদ দাসের ঘরানার ওড়িশি নৃত্য Ohio Arts Council এর প্রযোজনায় ভারতীয় নৃত্য শৈলী শিক্ষার এক বিশেষ ধারাকে তুলে ধরেছে যেখানে গুরু এবং শিক্ষার্থী দুজনেই একসাথে নৃত্য নির্দেশনায় অংশগ্রহণ করে।
ঐষণী আতার্থী: Ohio Arts Council Traditional Arts Apprenticeship award এর একজন গর্বিত বিজয়িনী হল ওড়িশি নৃত্যশিল্পী ঐষণী আতার্থী, যে ড: কৌস্তভী সরকার ও নারায়ণী মূখারজীর শিষ্যা এবং বর্তমানে সে নিউ জার্সি বাসী শিল্পী (Ray) Deubler এর তত্ত্বাবধানে কাজ করছে। ঐষণী প্রায় তিন বছর ধরে বিভিন্ন একাঙ্ক ও গ্রুপ পারফরমেন্স করে আসছে। সদ্য সে ২০২২ সালের গ্রীষ্মকালীন একটি একাঙ্ক প্রোজেক্ট সুসম্পন্ন করেছে। এছাড়াও সে স্থানীয় একটি নৃত্য প্রতিষ্ঠান, সাই নৃত্য সঙ্গমের জন্য নিয়মিত ধ্রুপদী ও সমসাময়িক নৃত্য নির্দেশনা করে। ঐষণী সবে মিডল স্কুলএর গণ্ডি পেড়িয়ে আগামী শরত ২০২৩ এ ডাবলিনের জেরোম হাই স্কুলে ভর্তি হতে চলেছে।
Bani (Ray) Deubler: প্রখ্যাত নৃত্যশিল্পী, ও শিক্ষিকা বাণী রায় মাত্র ৬বছর বয়স থেকে ওড়িশি নাচ শেখা শুরু করেন। বর্তমানে তিনি প্রায় কয়েক দশক ধরে শিক্ষিকা তথা পারফর্মার হিসেবে কাজ করছেন এবং অন্যান্য নৃত্য শৈলীর সাথে যৌথ ভাবেও কাজ করেছেন। এছাড়া Oriya Society of America, Indian Consulate in NY, NJ Arts Council,এবং Raritan Valley Community কলেজের সাথে পার্টনারশিপে নানান অনুষ্ঠান করেছেন। তিনি ২০০৪ সালে Trinayan Collective প্রতিষ্ঠা করেন এবং তাঁর নৃত্য নির্দেশনা ও পরিচালনায় বেশ কিছু বিখ্যাত প্রোডাকশন নিউ ইয়র্ক সিটিতে অনুষ্ঠিত হয়েছে। তিনি বিভিন্ন বয়সের ছাত্রছাত্রীদের নৃত্যে প্রশিক্ষণ দিয়েছেন এবং তাঁর বারোজন ছাত্র ছাত্রীর মঞ্চ প্রবেশ অথবা ওড়িশি নৃত্যে স্নাতক হওয়ার সাক্ষী থেকেছেন। বাণী নিজেও গুরু দেবপ্রসাদ দাসের একনিষ্ঠ ছাত্রী। এই ধরণের ওড়িশি নাচে শরীরের উপরিভাগের বিশেষ ভাবভঙ্গিমা ও অভিব্যক্তি বিভিন্ন হাতের মুদ্রার মাধ্যমে ও দৃঢ় অথচ সূক্ষ্ম পদক্ষেপের সাহায্যে ফুটিয়ে তোলা হয়। বাণীর বর্তমান গবেষণা ওড়িশি নৃত্যে লোকনৃত্য, আদিবাসী নৃত্য ও “বাঁধা” নৃত্যের মৌলিক প্রভাব নিয়ে।
ড: কৌস্তভী সরকার: Odissi soloist, ড: কৌস্তভী সরকার একজন প্রসিদ্ধ শিল্পী ও শিক্ষিকা যিনি বহুদিন ধরে কমিউনিটিতে ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তাঁর নাচের প্রতি ভালবাসার বিচ্ছুরণ ঘটিয়ে আসছেন বিভিন্ন প্রকাশিত নিবন্ধ ও নাচের মাধ্যমে। নবপ্রজন্মের শিক্ষার্থীদের ত্রুটিহীনভাবে শেখানই তাঁর লক্ষ্য। তাঁর আগামী বই Dance, Technology, Social Justice arguing for Odissi as a technology for social justice নিয়ে তিনি এখন কাজ করছেন। ড: কৌস্তভী সরকার শারলটে অবস্থিত University of North Carolina Arts and Architecture Honors Program Director.
সুপ্রদীপ্তা দত্ত: সুপ্রদীপ্তা একজন Houston, Texas নিবাসী ওড়িশি নৃত্যশিল্পী যিনি ভরতনাট্যম এবং ওড়িশি দুরকম ধ্রুপদী নৃত্যেই Sangeet Kriya Visharad। কলাঙ্গন নামক ওড়িশি নৃত্য শিক্ষাকেন্দ্রের artistic director সুপ্রদীপ্তার মূল লক্ষ্য নবপ্রজন্মের মধ্যে এই নৃত্যশৈলী চালনা করা। সুপ্রদীপ্তা অন্যান্য ঘরানার নৃত্যশিল্পীদের সাথে যৌথ ভাবেও বিভিন্ন বড় বড় অনুষ্ঠান করেছেন এবং তিনি নিয়মিত আমেরিকা ও ভারতের বিভিন্ন প্রান্তে নৃত্য পরিবেশন করেন। তাঁর নিজস্ব NGO ONNOI এর মূল লক্ষ্য হল বিভিন্ন ধ্রুপদী নৃত্য শৈলী গুলির মধ্যে এক যোগাযোগের সেতু তৈরী করা।
আপনার মতামত লিখুন :