ওহাইও সংবাদ : প্রাণের উচ্ছ্বাসে প্রবাসী বাঙ্গলী আমেরিকান নতুন বাংলা বছর ১৪৩০ বরণ করেছে সেন্ট্রাল ওহাইও বেঙ্গলী কালচারাল এসোসিয়েশন (COBCA)। প্রতিবছরের মতো এবছরও বাংলা বর্ষবরণ পালনে মোটেও ঘাটতি ছিল না এই প্রবাসে। প্রবাসের প্রতিটি পরিবার নানা আয়োজনের মধ্য দিয়ে স্বাগত জানায় নতুন বছরকে।
গত ১৭ জুন (শনিবার) কফম্যান অ্যাম্ফিথিয়েটারে বর্ষবরণ নির্ভর মেলা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে সেন্ট্রাল ওহাইও বেঙ্গলী কালচারাল এসোসিয়েশন(COBCA)। বাংলা নববর্ষের মূল আকর্ষনতো এ বর্ষবরণ নির্ভর মেলাকে কেন্দ্র করে। ব্যবসায়ীরা তাঁদের বাহারি পণ্যের পসরা সাজিয়ে বসেছিল বর্ষবরণ মেলতে। তাঁদের স্টলগুলোতে শাড়ি, সালোয়ার-কামিজসহ নারী-পুরুষ হাল ফ্যাশনের পোশাক পরিচ্ছদ, অলংকার, ইত্যাদি প্রদর্শন করা হয়। বিক্রিও হয়েছে ভালো। এছাড়া বিভিন্ন ধরনের খাবারের ষ্টল বসে মেলাতে।
নতুন বছর বরণ উপলক্ষ্যে বাক্আই বেঙ্গলীস্ ব্যান্ড সংগীতময় অনুষ্ঠানটিও দর্শকদের মন জয় করে। নৃত্য, কবিতা আবৃত্তি পরিবেশন করে উপস্থিত দর্শক-শ্রোতাদের মুগ্ধ করেন। এছাড়াও ছিল যাদু প্রদশর্নী। শত শত প্রবাসী অনুষ্ঠানি উপভোগ করেন। এছাড়া রংবেরং-এর বাহারী পোষাকে শিশু-কিশোর-কিশোরীরা সহ নারী-পুরুষ অনুষ্ঠানে যোগ দেয়ায় অনুষ্ঠানটি উৎসবমুখ হয়ে উঠে।
বর্ণিল বর্ষবরণ উদযাপনে সার্বিক আয়োজনে ছিলেন সেন্ট্রাল ওহাইও বেঙ্গলী কালচারাল এসোসিয়েশন এর সভাপতি পথিকৃত মুখার্জি, সহ-সভাপতি বিশ্বজিৎ সাহা, সাধারন সম্পাদক সৌরভ রায়চৌধুরী, কোষাধ্যক্ষ প্রবীর সরকার, সাংস্কৃতিক সম্পাদক অরুপ আতর্থি, সদস্য চুমকী মুখার্জি, শিবাজী ঘোষ, মৌলিশুভ্র দত্ত ও অমর সরকার।
আপনার মতামত লিখুন :