ওহাইও প্রবাসী বাংলাদেশী আমেরিকানদের জন্য বাংলাদেশ দূতাবাস এর কনস্যুলেট সেবা


ওহাইও সংবাদ প্রকাশের সময় : জুলাই ১৭, ২০২৩, ১০:৪৮ অপরাহ্ণ /
ওহাইও প্রবাসী বাংলাদেশী আমেরিকানদের জন্য বাংলাদেশ দূতাবাস এর কনস্যুলেট সেবা

সারওয়ার খান, ওহাইও সংবাদ : যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জনাব মোহাম্মদ ইমরান গত ২৭ মে এক সংক্ষিপ্ত সফরে আসেন কলম্বাস ওহাইও। উক্ত সফরে ওহাইও সংবাদের আয়োজনে বাংলাদেশী কমিউনিটির সুধীজনের সাথে রাষ্ট্রদূত ইমরান বিভিন্ন বিষয়ে খোলামেলা মত বিনিময় করেন।

ওহাইও বাংলাদেশী কমিউনিটির সার্বিক প্রয়োজন বিবেচনায় বাকো (BACO) ও ওহাইও সংবাদ এর তত্বাবধানে ও বাংলাদেশ দূতাবাস ওয়াশিংটন ডিসি এর সহযোগিতায় আগামীতে কলম্বাসে মোবাইল কনস্যুলেট সেবা প্রদানের ব্যাবস্হা নেওয়ার বিষয়ে প্রাথমিক আলোচনা ও মান্যবর রাষ্ট্রদূতের পক্ষে সম্মতি জানানো হয়। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ দূতাবাস ওয়াশিংটন ডিসি এর একটি প্রতিনিধি দল গত ১৮ই জুন(রবিবার) কলম্বাসে বাকো (BACO) এর হেন্ডারসন রোড অফিসে দিনব্যাপী কনস্যুলার সেবা প্রদান করেন।

জনাব মনিরুজ্জামান, ফার্স্ট সেক্রেটারী এর নেতৃত্বে মনজুর এলাহী ও রাজিব দূতাবাসের তিনজন কর্মকর্তা বৃহত্তর ওহাইও এর ডেটন, সিনসিনাটি, ক্লিভল্যান্ড, একরোন, কলম্বাস, ডাবলিন, পাওয়েল, হিলিয়াড, প্লেনসিটি, নিউ আলবেনি, লুইস সেন্টার, পিকারিনটন ও ডেলোয়ার সহ বিভিন্ন সিটি থেকে আগত বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী আমেরিকানদের সেবা প্রদান করেন।

প্রবাসী বাংলাদেশী আমেরিকানরা পাসপোর্ট ও ভিসা সংক্রান্ত তাদের বিভিন্ন সমস্যার সমাধান ও পরিসেবা গ্রহন করেন। তন্মধ্যে ৬৮ জন এন/ভি/আর, ২৬ জন এস/আর/পি নবায়ন, ১৭ জন ডুয়েল সিটিজেন এর সেবা গ্রহন করেন। এছাড়া আরও যাদের পাসপোর্ট ও অন্যান্য পরিসেবা সম্পর্কিত প্রশ্ন ও সমস্যা ছিল, দূতাবাসের কর্মকর্তারা তা ধৈর্য্য সহকারে শুনেছেন ও পরামর্শ দিয়েছেন।

বিপুল উৎসাহ ও উদ্দিপনার সাথে প্রবাসী বাংলাদেশি আমেরিকানদের সতস্ফুর্ত উপস্থিতিতে বাকো (BACO) ও ওহাইও সংবাদ এর পক্ষ থেকে বাংলাদেশ দূতাবাস ওয়াশিংটন ডিসি এর কর্মকর্তাদের ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে ফুলের তোড়া উপহার দেন ওহাইও সংবাদের প্রকাশক তানিয়া সিদ্দীকা প্রিয়া। সার্বিক পরিসেবা কার্যক্রম তত্বাবধানে ছিলেন বাংলাদেশ দূতাবাস ওয়াশিংটন ডিসি এর পাসপোর্ট ও ভিসা উইং এর মিনিস্টার অব কনস্যুলেট জনাব হাবিবুর রহমান। নিকট ভবিষ্যতে আবারো দূতাবাসের পরিসেবার বৃহত্তর কার্যক্রম নিয়ে ওহাইও প্রবাসী বাংলাদেশি আমেরিকানদের সহায়তায় এগিয়ে আসার প্রতিস্রূতি জানিয়েছেন মান্যবর রাষ্ট্রদূত জনাব মোহাম্মদ ইমরান।