ওহাইও সংবাদ : ধর্মীয় ভাবগম্বীর পরিবেশে গত বুধবার (২৮ জুন) বাংলাদেশী কমিউনিটির আয়োজনে ওহাইওতে প্রথম পবিত্র ঈদুল আযহা জামাত অনুষ্ঠিত হয়েছে। ঈদুল আযহা মুসলমানদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব। ঈদুল আযহা উদযাপনের অন্যতম প্রধান কর্মকান্ড হচ্ছে ঈদের নামাজ আদায় করার পর সৃষ্টিকর্তার উদ্দেশ্যে পশু কোরবানী। চমৎকার আবহাওয়ায় কটিয়ার্ড ম্যারিয়ট এর বল রুমে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
ওহাইও বাংলাদেশীদের উদ্যোগে ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত হয় সকাল সোয়া নয়টার দিকে। এই জামাতে শিশু-কিশোর-কিশোরী থেকে শুরু করে বয়োবৃদ্ধ পর্যন্ত সর্বস্তরের শত শত পুরুষ-মহিলা নামাজে অংশ নেন। এটিই ছিলো ওহাইও তথা বাংলাদেশী কমিউনিটির প্রথম সর্ববৃহৎ ঈদের জামাত। ঈদের জামাত শেষে অনুষ্ঠিত বিশেষ মুনাজাতে প্রবাসী ও দেশবাসীর সহ জাতির কল্যাণ কামনা করা হয়।
বাংলাদেশী কমিউনিটির আয়োজিত ঈদের জামাতে ইমামতি, বিশেষ মুনাজাত এবং খুৎবা পাঠ করেন বিশিষ্ঠ ইসলামিক বক্তা আলাউদ্দিন এ আলাউদ্দিন। নামাজের আগে উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন মুরাদ হোসেন ও মাহামুদুর রহমান তাজু।
বাংলাদেশী কমিউনিটির আয়োজিত ঈদের জামাতে কলম্বাস, ডাবলিন, পাওয়েল, হিলিয়াড, প্লেনসিটি, নিউ আলবেনি, লুইস সেন্টার, পিকারিনটন এবং ডেলোয়ার থেকে বাংলাদেশী আমেরিকানরা উপস্হিত ছিলেন। এছাড়া কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ ঈদের জামাতে যোগ দেন। নামাজ শেষে হালকা নাস্তার আয়োজন করে ঈদের জামাত আয়োজক কমিটি ও শিশু কিশোরদের জন্য ফেস পেইন্টিং, বেলুন টুইস এর আয়োজন ছিল জামাত শেষে।
ঈদের জামাত শেষে নবীন-প্রবীন, ছোট-বড়, সকলকে ঈদের শুভেচ্ছা বিনিময় আবার অনেকে কোলাকুলি করেও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। আবার অনেকে স্বপরিবারে বন্ধু-বান্ধব নিয়ে ঘনিষ্ঠজনদের বাসা-বাড়ীতে গিয়ে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এছাড়া প্রবাসীরা ফোনে বাংলাদেশে ফোন করে স্বজনদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। শুভেচ্ছা বিনিময় হয় ফেসবুক আর টেক্স ম্যাসেজের মাধ্যমে।
রং বেরং এর বাহারী পোশাক গায়ে নামাজিদের একত্রে ঈদের নামাজ আদায় ভীন দেশীদের বিশেষভাবে আকৃষ্ট করে। সেই সাথে বিরাজ করে উৎসবমুখর পরিবেশ। ঈদের দিনটি উইক ডে হলেও বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশীকেও ঈদের নামাজ আদায় করতে দেখা যায়। অপরদিকে অনেকেই মহান আল্লাহতায়ালার সন্তুষ্টির জন্য খাসী ও গরু কোরবানী দেন। কোরবানীর মাংস হাতে পাওয়ার পর সেই মাংস আত্বীয়-স্বজন, বন্ধু-বান্ধবদের বাসায় বাসায় গিয়ে বিতরণ করা হয়।
যাদের সার্বিক সহযোগীতায় ঈদের জামাত সফল হয়েছে তাঁরা হলেন বিশিষ্ঠ ব্যবসায়ী গোলাম রহমান সুমন, মুরাদ হোসেন, লিটন কবীর, ফয়সাল আরাফাত ও সারওয়ার খান। বাংলাদেশ কমিউনিটির সর্বস্তরের মানুষ স্বপরিবারে ঈদের জামাতে যোগদান করে তা সফল করায় ধন্যবাদ জানিয়েছেন বিশিষ্ঠ ব্যবসায়ী গোলাম রহমান সুমন ও মুরাদ হোসেন।
এছাড়াও ওহাইও তে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়, নূর মসজিদের আয়েজনে কলম্বাস কনভেনশন সেন্টার, সানরাইজ একাডেমি, পোলারি মসজিদ, মসজিদ ওমর বিন খাতাব, মসজিদ আবু বকর ও মসজিদ নামরাহ।
আপনার মতামত লিখুন :