ওহাইও সংবাদ : নিউইয়র্কে খ্যাতনামা কন্ঠশিল্পী সাবিনা ইয়াসমিনের একক সঙ্গীত সন্ধ্যা ১৫ জুলাই শনিবার সন্ধ্যা ৭টায় জ্যামাইকায় ম্যারি লুইস একাডেমিতে (১৭৬-২১ ওয়েক্সফোর্ড টেরেস,জ্যামাইকা)। পিজি গ্রুপের এ আয়োজন ঘিরে প্রবাসীদের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।
সাবিনা ইয়াসমিসের কনসার্টের আয়োজক পিজি গ্রুপ। টিকেটের মূল্য রাখা হয়েছে ২০,৩০, ৫০ ও ১০০ ডলার।
পিজি গ্রুপের কর্ণধার পার্থ গুপ্তা আওয়াজবিডিকে জানান, “নিউইয়র্কে সাবিনা ইয়াসমিনের গানের অগণিত ভক্ত রয়েছে। গতবার সুরের মূর্ছনায় তিনি নিউইয়র্ক প্রবাসী বাংলাদেশিদের মাতিয়ে গেছেন। তাদের কথা বিবেচনায় রেখে এই কনসার্টের আয়োজন করা হয়েছে। ইতোমধ্যে টিকিট বিক্রি শুরু হয়েছে।”
উল্লেখ্য, পাঁচ দশকেরও বেশি সময় ধরে গানের ভুবনে বিচরণ করছেন ক্যান্সার জয়ী সাবিনা ইয়াসমিন। বাংলাদেশের ইতিহাসে একমাত্র রুনা লায়লা ছাড়া তার সমকক্ষ হয়ে আর কেউই এত লম্বা সময় ধরে আধিপত্য বজায় রাখতে পারেননি।
মরমী শিল্পী আব্দুল আলীম থেকে শুরু করে একালের উঠতি গায়কদের সঙ্গেও তিনি একের পর এক গান গেয়েছেন। সুযোগ পেয়েছেন উপমহাদেশের বরেণ্য সুরকার আর ডি বর্মণের সুরে গান গাওয়ার। উপমহাদেশের বিখ্যাত দুই কণ্ঠশিল্পী কিশোর কুমার ও মান্না দে’র সঙ্গেও গান গেয়েছেন সাবিনা ইয়াসমিন।
খ্যাতিমান এই গায়িকা তার মায়াবী কণ্ঠ দিয়ে বাংলা সংগীতকে যেমন সমৃদ্ধ করেছেন, পুরস্কারও পেয়েছেন দুহাত ভরে। সংগীতে বিশেষ অবদানের জন্য ১৯৮৪ সালে বাংলাদেশ সরকার তাকে দেয় একুশে পদক। ১৯৯৬ সালে পান স্বাধীনতা দিবস পুরস্কার। সেরা কণ্ঠশিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছেন রেকর্ড ১৪ বার। বাচসাস পুরস্কার পেয়েছেন ছয়টি। জহির রায়হান চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন দুইবার। ১৯৮৪ সালে বিশ্ব উন্নয়ন সংসদ থেকে সংগীতের ওপর লাভ করেন ডক্টরেট ডিগ্রি।
এছাড়া ১৯৯০ সালে শেরে বাংলা স্মৃতি পদক, ১৯৯১ সালে বিএফজেএ পুরস্কার ও উত্তম কুমার পুরস্কার, ১৯৯২ সালে অ্যাস্ট্রোলজি পুরস্কার এবং একই বছর নিউইয়র্ক, লস অ্যাঞ্জেলেস থেকে পান ‘বেস্ট সিঙ্গার’ পুরস্কার। ২০১৭ সালে দশম স্ট্যান্ডার্ড চার্টার্ড-দ্য ডেইলি স্টার জীবনের জয়গান উৎসব থেকে পান আজীবন সম্মাননা।
সাবিনা ইয়াসমিন শেষ প্লেব্যাক করেছেন প্রয়াত চিত্রনায়িকা ও নির্মাতা কবরী পরিচালিত ‘এই তুমি সেই তুমি’ ছবির ‘দুটি চোখে ছিল কিছু নীরব কথা’ শিরোনামের একটি গানে। ২০২০ সালের সেপ্টেম্বরে গানটিতে কণ্ঠ দেন তিনি। এছাড়া কবরীর ‘এই তুমি সেই তুমি’ ছবির চারটি গানে সুরও দেন সাবিনা ইয়াসমিন। এর মাধ্যমে ক্যারিয়ারে প্রথমবার তিনি সুরকার হিসেবে আত্মপ্রকাশ করেন।
আপনার মতামত লিখুন :