সম্মিলিত বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন আয়োজিত বাংলা নববর্ষ উজ্জাপিত


ওহাইও সংবাদ প্রকাশের সময় : জুন ১৪, ২০২৩, ১১:১৬ অপরাহ্ণ /
সম্মিলিত বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন আয়োজিত বাংলা নববর্ষ উজ্জাপিত

ওহাইও সংবাদ: সম্মিলিত বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন ইন আমেরিকা আয়োজিত “মোরে আরো আরো, আরো দাও প্রান”-স্লোগানে বিলম্বিত বাংলা নববর্ষ ১৪৩০ উজ্জাপিত হয় গত ২০মে (রোববার)। জ্যাকসন হাইটস কুইন্স নিউইয়র্কের ডাইভারসিটি প্লাজা থেকে মঙ্গলযাত্রা সহ ও পি.এস. ৬৯ এ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে।
রোদ্রৌজ্জ্বল আলোকিত পরিবেশে রঙ্গিন শোভাযাত্রাটি চমকপ্রদ হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানটির প্রধান আকর্ষণ ছিলো বাংলাদেশ থেকে আসা নতুন প্রজন্মের সাড়াজাগানো লোকসঙ্গীত শিল্পী “বিন্দু কণা” বিন্দু কণা তার অসাধারণ লাইভ পারফরমেন্স-এর মাধ্যমে শ্রোতা-দর্শকদের মাতিয়ে তোলে এবং ভূয়সী প্রশংসা অর্জন করে।

বাংলাদেশের প্রধান এবং সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে নিউইয়র্ক/আমেরিকার বেশ কয়েকটি এলামনাই এসোসিয়েশন এতে অংশ গ্রহণ করে। প্রধান উদ্যোগতাদের মধ্যে মোহাম্মদ কবির কিরণ ও ফেরদৌস খান, মেহের কবির, বিষ্ণু গোপ, ইকবাল ফারুক, মাহমুদ আহমেদ, এবং সামছুদ্দিন আজাদ।
গ্রান্ড মার্শাল ছিলেন ডি-ব্যাঙ্ক নিউইয়র্ক-এর কর্ণধার কাজী হেলাল আহমেদ। প্রধান পিষ্ঠপোষকদের মধ্যে ছিলেন কাজী হেলাল আহমেদ ও এটর্নি মঈন চৌধুরী সহ আরো কিছু অতি পরিচিত কমিউনিটির নেতৃবৃন্দ।
খাদ্য বিক্রেতারা সুস্বাদু ঐতিহ্যবাহী বাংলাদেশী ঘরে তৈরি পিঠা, বিরিয়ানি, ফুসকা, আমের সালাদ, চা এবং আরও অনেক মুখরোচক আইটেম পরিবেশন করেন।