অরুন্ধতী সরকার, ওহাইও সংবাদ: গত একুশে মে কলাম্বাসের বুকে এক অভিনব ট্যালেন্ট শো আয়োজিত হয় বাংলা আইডল ইউ এস এ। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সেট্রাল ওহাইও(বাকো) এর কনফারেন্স রুমে অডিশন রাউন্ডের ব্যাবস্থা করেন বাকোর সভাপতি আরাফাত ফয়সাল এবং অংশগ্রহণ করে কলাম্বাসের বাঙালি শিশু ও কিশোর-কিশোরী শিল্পীরা। মিডিয়া পার্টনার ওহাইও সংবাদ। পরিচালনায় ছিলেন, বাঙলা আইডল ইউ এস এ-র প্রতিষ্ঠাতা ও সংগঠক আসিফ ইসলাম। তাঁর সাথে একান্ত সাক্ষাৎকারে জানা গেল নানা অভিনব তথ্য। প্রথমেই আসি এই শোয়ের সঞ্চালিকা তথা বিচারক প্রিয়া ইসলামের কথায়। NYC তে অনুষ্ঠিত NTV STAR SEARCH ২০১০ ফাইনালিস্ট তথা স্বনামধন্যা এই শিল্পী প্রিয়া ইসলাম! ইনি এর আগেও বিভিন্ন টক শো সঞ্চালনা করেছেন। এঁর সঙ্গে বিচারকের আসনে ছিলেন সুব্রত বন্দ্যোপাধ্যায় ও অতনু বিশ্বাস। এই ত্রয়ীর সামনে ক্ষুদে সঙ্গীতপ্রেমীরা তাদের গান পরিবেশন করে এবং ৯ জন পরের লীগ রাউন্ডে যাওয়ার সম্মতি পায়। লীগ রাউন্ডটি গত অক্টোবরের ২১ ও ২২ তারিখে সম্পন্ন হওয়ার কথা যেখানে এই কলাকুশলীদের প্রত্যেককে তিন রকম ঘরানার গান গেয়ে শোনাতে হবে মিউসিকাল ট্র্যাক অথবা হারমোনিয়াম ও তবলার সাথে- আধুনিক, দেশাত্মবোধক এবং রবীন্দ্রসঙ্গীত-নজরুলগীতি বিভাগ মিলিয়ে মোট তিনটি করে গান।
আসিফ ইসলাম আরও জানান যে এর আগেও তিনি দু-দুটি ট্যালেন্ট শো পরিচালনা করেছেন। ২০১১ সালে বস্টনে Dazzle Bangla Youngstars এবং ২০১৭ এ বাঙলা আইডল নিউ ইংল্যান্ড। ২০১১ থেকে ২০১৭ এর মধ্যে মা এবং ছোট ভাইয়ের উপর্যুপরি আকস্মিক প্রয়াণ তাঁকে মানসিক ভাবে বিধ্বস্ত করলেও ২০১৭ এর বাঙলা আইডল নিউ ইংল্যান্ডে ৬ টি স্টেটস, যথাক্রমে বস্টন, ম্যাসাচুসেটস, রোড আইল্যান্ড, কনেক্টিকাট, নিউ হ্যাম্পশায়ার, মেইন ও ভারমন্টের ৪-২০ বছরের বিভিন্ন বয়:গোষ্ঠীর বাচ্ছারা অংশগ্রহণ করে। আবার করোনাকালে ভারচুয়াল ট্যালেন্ট শোয়ে মানুষের উৎসাহে ভাঁটা পড়ায় তাঁকে বাঙলা আইডল ইউ এস এ-র পরবর্তী সিজনের জন্য ২০২২ এর শেষ অবধি প্রতীক্ষা করতে হয়।
২০২২ এর ২৬শে ডিসেম্বর শিকাগোয় তিনি নবোদ্যমে এই প্রতিযোগিতা শুরু করার পর ১২ টি স্টেট থেকে ৮০ জন শিল্পী এই যাত্রাপথে যোগ দিয়েছে। এই উদীয়মান প্রতিভাদের সঠিক তালিমের মাধ্যমে মঞ্চের উপযুক্ত করে তোলার জন্যও আসিফ সংশ্লিষ্ট অঞ্চলের গানের শিক্ষক শিক্ষিকা এবং বাঙলা স্কুলগুলির সঙ্গে যোগাযোগ করে চলেছেন। তাঁর ব্যক্তিগত এই উদ্যোগের পিছনে তিনি জানান প্রধান কারণ দুটি: প্রথমত, ইউ এস এর দ্বিতীয় প্রজন্মের বাঙালিদের বাঙলা গানের মাধ্যমে বাঙালির গৌরবময় কৃষ্টি, ঐতিহ্য, ভাষার স্বকীয়তা ও সংস্কৃতির সঙ্গে পরিচয় করানো ও তাকে ভবিষ্যতে আরও গ্রহণযোগ্য করে তোলার জন্য একটি বিরাট মঞ্চ সৃষ্টি করা। যাতে এই দ্বিতীয় প্রজন্মের বাঙালিরাও নিজেদের মাতৃভাষায় সঠিক উচ্চারণে গাইতে পারে ও সারা বিশ্বের অগণিত শ্রোতাদের কাছে পৌঁছতে পারে এবং একইভাবে সমাদৃত হয়। এই বিশাল লক্ষ্যে তিনি পাশে পেয়েছেন বিভিন্ন স্টেটের বাংলাদেশী কমিউনিটি ও অন্যান্য বাঙালি কমিউনিটিগুলিকে, যার মধ্যে কলাম্বাস, ওহাইওর বাকো এবং প্রয়াস অন্যতম।
তবে অনেক আর্থিক ও সামাজিক প্রতিকূলতা জয় করে শিকাগো ছাড়াও মিশিগানে ২৮শে ডিসেম্বর ২০২২, লাস ভেগাসে ৮ই ফেব্রুয়ারি ২০২৩, ক্যালিফোর্নিয়ায় ১৭ই ফেব্রুয়ারি লস এঞ্জেলসে এবং ২৫শে ফেব্রুয়ারি সান ডিয়েগোয়, মায়ামি, ফ্লোরিডায় ৫ই মার্চ, ডালাস, টেক্সাসে ১৪ই মে এবং এরিজোনায় ২০ শে মের পর ২১শে মে আসিফ তাঁর টিম নিয়ে কলম্বাসে এসেছিলেন।
এক সুন্দর সুরেলা সন্ধ্যার সাক্ষী থাকে কলম্বাস। আসিফ এর পর পৌঁছে যাবেন কলোরাডো, কানসাস সিটি, মিনেসোটা, সিয়াটেল, ইন্ডিয়ানা, উইসকন্সিন, অরেগন, সাউথ ক্যারোলিনা, নর্থ ক্যারোলিনা, টেনিসি, আটলান্টা, ওয়াশিংটন ডি সি, মেরিল্যান্ড, নিউ জার্সি, নিউ ইয়র্ক, নিউ ইংল্যান্ড , পেনসিলভানিয়া ও ভারজিনিয়ায় অডিশনের জন্য। প্রতিটি লীগ রাউন্ডই সংশ্লিষ্ট স্টেটে হলেও, নির্বাচিত প্রতিভারা পুরো আমেরিকার এই সমস্ত প্রান্ত থেকে লস এঞ্জেলেসে এসে জড়ো হবে উইকেন্ডব্যাপী বাংলা আইডল ইউ এস এ র কোয়ার্টারফাইনাল, সেমিফাইনাল ও ফাইনালে অংশগ্রহনের জন্য। যেখানে থাকবে তিনটি গ্রুপ ৫-৮ বছরের বাচ্চাদের নিয়ে জুনিয়র গ্রুপ ৯-১২ বছরের বাচ্ছাদের নিয়ে মিডল গ্রুপ এবং ১৩ থেকে ২০ র কিশোরকিশোরীদের নিয়ে সিনিয়র গ্রুপ। প্রতিটি গ্রুপ থেকেই বিচারকদের দেওয়া নাম্বারের উপর ভিত্তি করে চ্যাম্পিয়ন, এক বা একাধিক রানার আপ এবং তৃতীয় স্থানাধিকারী ঘোষণা করা হবে।
আসিফের এই বিরাট পরিকল্পনা রূপায়ন নিঃসন্দেহে সহজ নয় কিন্তু তিনি প্রচণ্ড আশাবাদী, তিনি জানান, “প্রতিভা বিকাশই মূল লক্ষ্য। মানুষের থেকে অসম্ভব সাড়া পাচ্ছিৃ জটিল কাজ ত মানুষই জয় করে। সকলের সহযোগিতায় লক্ষ্যে ঠিকই পৌঁছন যায়!” তবে আসিফ ইসলামের এই তরুণ প্রতিভাদের নিয়ে স্বপ্ন সুদূরপ্রসারী। তিনি সমকালীন বিভিন্ন প্রথিতযশা ইউ এস নিবাসী বাংলাদেশী ও ভারতীয় সঙ্গীতকারদের সঙ্গে যোগাযোগ করে আরও বড় একটি মঞ্চ প্রস্তুত করতে চলেছেন, যেখানে ভবিষ্যতের এই শিল্পীরা আরও প্রচার ও প্রসারের আলোয় আসতে পারবে। ওহাইও সংবাদের পক্ষ থেকে আসিফ ইসলামের জন্য রইল একরাশ শুভেচ্ছা। ইউ এস এর বুকে বাঙালি প্রতিভা বিকাশের এই প্রয়াস সত্যিই প্রশংসনীয়! আপনারা প্রতি মুহূর্তের আপডেটের জন্য চোখ রাখুন ইউটিউবে Apki TV ও BANGLA IDOL USA চ্যানেলে। এছাড়াও facebook এ BANGLA IDOL USA লিখে সার্চ করতে পারেন।
আপনার মতামত লিখুন :