কবিতা : সিঁথিতে ছুঁইয়ে দেই – পপি সাঈদ


ওহাইও সংবাদ প্রকাশের সময় : জুন ১৪, ২০২৩, ১০:৪৩ অপরাহ্ণ /
কবিতা : সিঁথিতে ছুঁইয়ে দেই – পপি সাঈদ

আজ আমায় দাও না একটু খানি রং..
সিঁথিতে ছুঁইয়ে দেই.. দেখবে?
লাল রং এ কি মানায় আমায়..
প্রদীপের আলোয় কি উজ্জ্বল
মুখ খানি আমার.. একটু ছোঁয়ায়
লজ্জা রাঙা জ্বলন্ত চোখ..ছল ছল ..
বসবে কি একটু পাশে..
বড্ড বেশি আবেগি মন…
ছলনা জানে না …..
আমি ডাকছি তোমায়..
কড়া নড়ে উঠলে বুঝি.. আসছি!
মৃদু হেসে রইলো পথ চাওয়া..
তীর্থের কাকের মত..
বিলাসী সিঁদুর ।…….