নৃত্যশিল্পী নারায়নী মূখার্জী


ওহাইও সংবাদ প্রকাশের সময় : মে ১৯, ২০২৩, ৬:৪২ অপরাহ্ণ /
নৃত্যশিল্পী নারায়নী মূখার্জী

গ্রন্হনা ও উপস্হাপনা : সারওয়ার খান
সাই নৃত্য সঙ্গম এর প্রতিষ্টাতা পরিচালক নারায়নী মূখার্জী, যার নাচের প্রতি অনুরাগ সেই ছোট বেলা থেকেই। মিসেস মূখার্জী ওডিশি নাচে প্রশিক্ষন প্রাপ্ত। ওডিশি নৃত্য, শিল্প কলার এমন একটি রূপ যা শরীর ও মনকে প্রফুল্ল করার পাশাপাশি শারিরীকভাবেও সামর্থবান হতে সহায়তা করে। মিসেস মূখার্জীর ছোটবেলা কেটেছে পশ্চিম বঙ্গের বর্ধমানের কাটোয়াতে। এক ভাই ও এক বোনের পরিবারে মা ছিলেন গৃহীনি ও বাবা চাকুরীজীবি। কলেজে পড়াকালীন সময়েই পারিবারিক ভাবে ১৯৯৮ সালে বিয়ে হয় পথিকৃত মুখার্জী এর সাথে। পরবর্তীতে বাংলায় অনার্স নিয়ে গ্রাজুয়েশন শেষ করেন। ঠাকুর মা মায়ারানী ঘটকের কাছেই হাতে খড়ি নাচের। পরবর্তীতে কাটুয়াতেই নাচের প্রশিক্ষন চলে বিভিন্ন ধরনের, বিশেষ করে রবীন্দ্র নৃত্যে।


২০১২ সালে আমেরিকা পাড়ি দিয়ে আসেন। কার্ডিনাল হেল্থ এ স্বামীর চাকুরীর সুবাদে কলম্বাস ওহাইওতে স্থায়ী হন। মেয়ে তানিশা মূখার্জীর জন্ম ২০০৩ সালে কলকাতায়। তানিশাও ওডিশি নৃত্যে পারদর্শী। Kaustavi sarkar একজন নামকরা নৃত্য শিল্পী। তার প্রত্যক্ষ সহায়তায় ২০১৩ সালে মিসেস মুখার্জী সাই নৃত্য সঙ্গম স্কুল প্রতিস্ঠা করেন যা পরবর্তীতে ২০১৬ সালে রেজিস্টার্ড স্কুল হিসাবে নিবন্ধিত হয়।

ক্লাসিকাল, ফোক, সেমি ক্লাসিকাল সহ বিভিন্ন মাধ্যমের নৃত্য শিক্ষা দেওয়া হয় এই নাচের স্কুলে। বিভিন্ন বয়সের, বিভিন্ন পেশার সবাই এই নৃত্যের স্কুলে শিক্ষার্থী হয়েছেন। নাচের মাধ্যমে শারিরীক সক্ষমতা ও দেহ মনের অবসাদ দুর করাই বহুবিধ গুনাগুনের অন্যতম। সাই নৃত্য সঙ্গম স্কুলে শতের অধিক ছাত্র ছাত্রী আছে। অনলাইন মাধ্যমেও নাচের ক্লাস করানো হয়। নাচের শিক্ষকতার পাশাপাশি মিসেস মূখার্জী বিউটিফুল লুথার্ন চার্চ এর প্রি স্কুলে শিক্ষকতাও করেন। নাচের প্রতি গভীর ভালবাসাই নারায়নী মুখার্জীকে প্রতিষ্ঠিত করেছে। অবসরে সংসার কর্মের পাশাপাশি বাগান করার প্রতিও সমান অনুরাগ আছে। সোসাল মিডিয়া মাধ্যমে সাই নৃত্য সঙ্গম নামে একটি পেজ পরিচালিত হয়। আগামী জুন মাসে ডাবলিন এমফিথিয়েটারে বর্ষবরনের জাঁকজমকপূর্ণ একটি অনুষ্ঠানের পরিকল্পনা আছে। মিসেস মুখার্জী তার প্রতিষ্ঠার পথ চলায় স্বামীর সার্বক্ষনিক সহায়তার স্মৃতিচারন করেন আনন্দ চিত্তে।