ওহাইও সংবাদ : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে ওহাইও স্টেট হাউসের সামনে বিক্ষোভ করছে পিটিআই। গত ১০ মে (বুধবার) পাকিস্তানের রাজনৈতিক দলের নেতা ইমরান খানের অন্যায় গ্রেপ্তারের বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিবাদের আহবান জানান আমজেদ বেগ। তার আহবানে সাড়া দিয়ে অনেক পাকিস্তানি ওহাইও স্টেট হাউসের সামনে এসে বিক্ষোভ প্রদর্শন করেন।
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের অবৈধ গ্রেপ্তারের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের কলম্বাসে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করে পিটিআই। ইমরান খানের মুক্তির জন্য বিক্ষোভ সমাবেশের অংশনেন আমজেদ বেগ, ডা: ওয়াকাস নওয়াজ, ডা: নাবিলা, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার তারিক মাহমুদ সহ প্রমুখ। পাকিস্তানে গণতন্ত্র ও মানবাধিকারের জন্য যারা লড়াই করছেন তাদের সাথে একাত্মতা প্রকাশ করেন বিক্ষোভকারীরা।
এর আগে ৯ মে এনএবি আধা সামরিক বাহিনী রেঞ্জার্সের সহায়তায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফ পার্টির (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানকে গ্রেপ্তার করা হয়। মামলার অভিযোগে বলা হয়, ইমরান খান এবং তার স্ত্রী বুশরা বিবি পিটিআই সরকারের আমলে যুক্তরাজ্যের পাঠানো ৫০ বিলিয়ন রুপি কালো টাকা সাদা করতে ৫ বিলিয়ন রুপি ঘুষ নিয়েছিলেন। এর পর থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ইমরান-সমর্থকদের সংঘর্ষ শুরু হয়েছে। এখন পর্যন্ত আটজন নিহতের খবর পাওয়া গেছে বলে জানিয়েছে ডন। এ সময় আহত হয়েছেন অন্তত ২৯০ জন। গ্রেপ্তার করা হয়েছে প্রায় দুই হাজার বিক্ষোভকারীকে।
আপনার মতামত লিখুন :