মনিরুল ইসলাম মনি, ওহাইও সংবাদ : বাংলাদেশ ও বিশ্বব্যাংকের ৫০ বছরের সম্পর্ক উপলক্ষে আন্তর্জাতিক এই প্রতিষ্ঠানটির আমন্ত্রণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন ঘিরে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ-বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচী পালিত হয়। সোমবার বিশ্ব ব্যাংকের সদর দপ্তরের সমানের রাস্তার দুই পাশে সকাল ৭টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত এই কর্মসূচী চলে। এবং মঙ্গলবার ভার্জিনিয়ার রিটজ কার্লটন হোটেলের সামনে বিকাল ৪টা থেকে ৭ টা পর্যন্ত-পাল্টা শ্লোগান, পানির বোতল ছোড়াছুড়ি, হাতাহাতি প্রভৃতি ঘটনার মধ্যদিয়ে এই কর্মসূচী পালিত হয়। এই ঘটনায় উভয় পক্ষের অন্তত ৪ জন আহত হন। অপরদিকে পাল্টাপাল্টি পানির বোতল নিক্ষেপ করায় আওয়ামী লীগের দুই এবং বিএনপির এক কর্মীকে গ্রেফতার করা হলেও পরবর্তীতে নেতৃবৃন্দের অনুরোধে পুলিশ তাদের ছেড়ে দেয়।
বিশ্বব্যাংকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন এবং শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়নের ফলে সরকার ও দলীয় প্রধানকে স্বাগত জানাতেই যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ‘জয় বাংলা সমাবেশ’ আয়োজন করে। যুক্তরাষ্ট্র বিএনপির পক্ষ থেকে তাদের ভাষায় ‘ভোটার বিহীন রাতের ভোটে নির্বাচিত’ সরকারের অন্যায়, অবিচার, দুর্নীতি, বিরোধীদলের নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা-হামলা, গুম, খুনের প্রতিবাদ এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের দাবীতে বিক্ষোভ-প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।
যুক্তরাষ্ট্র বিএনপির নেতৃবৃন্দ জানান, যুক্তরাষ্ট্রের অন্যান্য স্টেট থেকে আসা দলীয় নেতা-কর্মী মিলে কয়েক হাজার প্রবাসী সরকার বিরোধী সমাবেশ অংশ নিয়েছে। যুক্তরাষ্ট্র বিএনপির নেতা-কর্মীরা পৃথক পৃথকভাবে সমাবেশ স্থলে পৌছে ঐক্যবদ্ধভাবে সারিবদ্ধ হয়ে সরকার বিরোধী ব্যানার, ফেস্টুন, প্লাকার্ড নিয়ে তারা বিক্ষোভ প্রদর্শন করে দলীয় সূত্রে জানা গেছে, নিউইয়র্ক স্টেট, নিউইয়র্ক মহানগর দক্ষিণ ও উত্তর বিএনপি ছাড়াও মেট্রো ওয়াশিংটন ডিসি তথা ভার্জিনিয়া, মেরিল্যান্ড ও ওয়াশিংটন ডিসি, নিউজার্সী স্টেট সাউথ ও নর্থ, পেনসিলভেনিয়া, মেরিল্যান্ড, কানেকটিকাট, ভার্জিনিয়া, ফ্লোরিডা, জর্জিয়া, মিশিগান, নিউ ইংল্যান্ড, ক্যালিফোর্নিয়া, টেক্সাস, ওহাইও এবং ইলিনয়স থেকেও বিপুলসংখ্যক নেতা-কর্মীর সমাগম ঘটে বিক্ষোভ কর্মসূচিতে।
ফ্যাসিষ্ট হাসিনার যুক্তরাষ্ট্র সফর এর প্রতিবাদ এর অংশ হিসাবে বিভিন্ন ষ্টেট বিএনপি’র এই বিক্ষোভ কর্মসুচীতে ওহাইও বিএনপি ১ম ও ২য় দিনের এই বিক্ষোভে ও অংশ গ্রহন করে। ১ম দিনের প্রতিবাদ বিক্ষোভ এ নেতৃত্ব দেন ওহাইও বিএনপির আহবায়ক হাসিবুল হাসান হাবিব এসময় ওহাইও বিএনপির অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন সিঃ যুগ্ম আহবায়ক তৌহিদুল হোসেন মিলাদ, মোঃ বিপ্লব, শামসুল হক হাওলাদার, মোশারফ হোসাইন এবং সুমন মিয়া। ২য় দিন ভার্জিনিয়ার রিটজ কার্লটন হোটেলের সামনে বিএনপি নেতা কর্মীরা সমবেত হতে থাকেন বেলা ৩টা থেকে। ২য় দিন বিক্ষোভ সমাবেশে ওহাইও বিএনপির নেতৃত্ব দেন ওহাইও বিএনপির সদস্য সচিব মনিরুল ইসলাম মনি।
আওয়ামী লীগ সরকার বিরোধী সমাবেশ সফল করায় সকল পর্যায়ের দলীয় নেতাকর্মীদেল আন্তরিক ধন্যবাদ জানিয়ে দলীয় চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশ ও প্রবাসে ‘হাসিনা সরকারের পদত্যাগ’ ও তত্ত্ববধায়ক সরকারের অধীনে নির্বাচন দাবী করেন বিক্ষোভ এর আয়োজক ওয়াশিংটন ডিসি বিএনপি সভাপতি হাফিজ খান সোহায়েল, সাঃ সম্পাদক জাকির খান, মেরিল্যান্ড” বিএনপি সভাপতি সাহিদুর রহমান, সাঃ সম্পাদক মোঃ কাজল, ভারজিনিয়া বিএনপির আহবায়ক জহির খান ও সদস্য সচিব তোফায়েল আহমেদ। সমাবেশে বিএনপি কেন্দ্রীয় নেতাদের মধ্যে উপস্হিত ছিলেন নিবাহী কমিটির সদস্য জিল্লুর রহমান জিল্লু, গিয়াস আহমেদ, মিজানুর রহমান মিল্টন ভূইয়া, যুক্তরাষ্ট্র সফররত ড. খন্দকার মারুফ হোসেন,ও ঢাকা জেলা বিএনপির সধারণ সম্পাদক এডভোকেট ণিপুন রায় চৌধুরী প্রমুখ।
আপনার মতামত লিখুন :