বিনোদন ডেস্ক : ওহাইও প্রবাসী আতিউর রহমানের লেখা অচেনা মন গানটি সম্পূর্ণ একটি মিষ্টি প্রেমের গান। বাংলা নববর্ষে কোলকাতার জনপ্রিয় কন্ঠশিল্পি মনোময় ভট্টাচার্য এর কন্ঠে গত ১৪ই এপ্রিল ইউটিউবে মুক্তি পায় গানটি।
মনোময় ভট্টাচার্য, অয়ন কুমার নাথ, আতিউর রহমান, টুনাই দেবাশীষ গাঙ্গুলী এর মেলবন্ধনে তৈরি বাংলা মৌলিক গান অচেনা মন। Cozmik Harmony ও Aurras Vibees এর যৌথ প্রযোজনায় এটি প্রথম।
বাংলা নববর্ষে নতুন গান ‘অচেনা মন’। গানটি লিখেছেন ড. আতিউর রহমান, সুরে সাজিয়েছেন ড. অয়ন কুমার নাথ। মিউজিক ডিজাইন করেছেন দেবাশিষ গাঙ্গুলি (টুনাই)। আতিউর রহমান পেশায় একজন পরিবেশ বিজ্ঞানী, গীতিকার। আতিউর রহমানের লেখা উল্লেখযোগ্য গানগুলির মধ্যে রয়েছে-মেঘলা মন, বাদলের দীনটারে (ফাহমিদা নবী), আমার মনের একতারাটা (সামিনা চৌধুরী), বলবেনা পিছুটান (ইমন চক্রবর্তী), হারিয়েছি মন (দিলশাদ নাহার কনা), এইতো মনের পাগলামি (কিশোর দাস), সব ফেরারি (জয়তী চক্রবর্তী), লোনা জলের নদী (আবিদুর রেজা জুয়েল), ভাল লাগে আজ (নির্ঝর)।
আতিউর রহমান বলেন, নতুন ভাবনা-কথায় রুচিশীল গান লিখে যেতে চাই। সব ধরনের গানই ভাল লাগে তবে কনটেম্পোরারি স্টাইল’র কথা এবং সুর আমাকে বেশি কাছে টানে। আমার গানের থিম এবং অনুপ্রেরণা জীবন থেকে পাওয়া। হাল্কা গানের পাশাপাশী জীবন ধর্মী গান লিখতে চাই। ভাল গল্প হলে চলচিত্রে কাজ করার ইচ্ছে আছে।
আপনার মতামত লিখুন :