রাজু’ল : উইঘুরদের সাথে অভিবাসন সেমিনার ও বার্মিজ রোহিঙ্গা কমিউনিটির মধ্যে সমঝোতা স্মারক অনুষ্ঠিত


ওহাইও সংবাদ প্রকাশের সময় : মে ১৯, ২০২৩, ৫:৪৫ অপরাহ্ণ /
রাজু’ল : উইঘুরদের সাথে অভিবাসন সেমিনার ও বার্মিজ রোহিঙ্গা কমিউনিটির মধ্যে সমঝোতা স্মারক অনুষ্ঠিত

ওহাইও সংবাদ : মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত উইঘুর সম্প্রদায়ের সদস্যদের নিয়ে অ্যাটর্নি রাজু মহাজান অ্যান্ড অ্যাসোসিয়েটসের আয়োজনে অভিবাসন সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে যুক্তরাষ্ট্রের অভিবাসন প্রক্রিয়া ও আইনি অধিকারের নানা দিক আলোচনা করেন অ্যাটর্নি রাজু মহাজান অ্যান্ড অ্যাসোসিয়েটসের প্রিন্সিপাল অ্যাটর্নি রাজু মাহাজন। ভার্জিনিয়া অঙ্গরাজ্যেও ফেয়ারফ্যাক্সে অবস্থিত উইঘুর ইসলামিক সেন্টারে গত ১৬ এপ্রিল(রবিবার) এই সেমিনারটি অনুষ্ঠিত হয়।

যুক্তরাষ্ট্রে অভিবাসন বিষয়ক জনপ্রিয় অভিবাসন ফার্ম রাজু ল’-এর প্রধান অ্যাটর্নি জনাব রাজু মাহাজন তার পেশাগত জীবনের অভিজ্ঞতার আলোকে উইঘুর সম্প্রদায়ের সদস্যদের অভিবাসন বিষয়ে আলোচনা করেন। যেখানে উপস্খিতিত উইঘুর সম্প্রদায়ের সদস্যদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন রাজু মহাজান। এ সময় যুক্তরাষ্টে অভিবাসন সংক্রান্ত যে কোন বিষয়ে উইঘুর সম্প্রদায়ের সদস্যদের আইনি সহায়তা দেবারও আশ্বাস দেন তিনি।
এছাড়া অ্যাটর্নি রাজু মাহাজান এন্ড এসোসিয়েটসের কাছ থেকে অভিবাসন-সম্পর্কিত সহায়তা এবং পরিষেবা পেতে বার্মিজ রোহিঙ্গা কমিউনিটি জর্জিয়া’র (বিআরসিজি) সাথে একটি সমঝোতা স্মারক সই হয়েছে।


গত ০৪ এপ্রিল জর্জিয়ার সিনিক এক্সিকিউটিভ অফিস স্যুটে এক অনুষ্ঠানের মাধ্যমে এই পারস্পারিক সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়। এই সমঝোতা স্মারকের অধীনে, জর্জিয়াস্থ বার্মিজ রোহিঙ্গা সম্প্রদায়ের সদস্যরা অ্যাটর্নি রাজু মহাজন অ্যান্ড অ্যাসোসিয়েটসের কাছ থেকে আমেরিকায় অভিবাসন বিষয়ে সহায়তা এবং পরিষেবা গুলির জন্য বিশেষ ছাড় পাবেন। এছাড়াও তারা প্রিন্সিপাল অ্যাটর্নি, অ্যাসোসিয়েট অ্যাটর্নি এবং কেস ম্যানেজারের সাথে অগ্রাধিকার ভিত্তিতে অভিবাসন সংক্রান্ত পরামর্শ নিতে পারবেন।

অনুষ্ঠানটি পরিচালনা করেছেন অ্যাটর্নি রাজু মাহাজন অ্যান্ড অ্যাসোসিয়েটস’র জর্জিয়া কার্যালয়ের ব্যবস্থাপক সৈয়দ আলম প্রিন্স। তিনি স্বাক্ষরিত চুক্তিপত্রের একটি অনুলিপি বিআরসিজি’র সভাপতি জনাব আইয়ুব মোহাম্মদের কাছে হস্তান্তর করেন। সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে, বিআরজিসি’র সহ-সভাপতি নুর মুহাম্মদ, পরিচালক আবু তালিবসহ জর্জিয়ার বার্মিজ রোহিঙ্গা সম্প্রদায়ের সদস্যরা উপস্থিত ছিল। এ সময় জর্জিয়ার অন্যান্য সম্প্রদায়ের নেতারা অ্যাটর্নি রাজু মহাজন এন্ড অ্যাসোসিয়েটসের এমন উদ্যোগের ভুয়সী প্রশংসা করেন।