ওহাইও বিশ্ববিদ্যালয়ের বসন্তকালীন সমাবর্তন


ওহাইও সংবাদ প্রকাশের সময় : মে ১৯, ২০২৩, ৫:৩৬ অপরাহ্ণ /
ওহাইও বিশ্ববিদ্যালয়ের বসন্তকালীন সমাবর্তন

ওহাইও সংবাদ : গত ৫ মে (শুক্রবার) ওহাইও বিশ্ববিদ্যালয়ের বসন্তকালীন সমাবর্তন ওহাইও কনভোকেশন সেন্টারে আয়োজন করা হয়। ওহাইও বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ের শিক্ষার্থীদের বসন্তকালীন সমাবর্তন ২০২৩অনুষ্ঠিত হয়।

সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শরম্যান ও সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সৌমিয়া পেন্ট, পিএইচডি। অন্যান্য শিক্ষার্থীদের সাথে সাত বাংলাদেশী শিক্ষার্থীও সমাবর্তনে অংশগ্রহণ করেন। এর মধ্যে ছয়জন স্নাতকোত্তর ও একজন পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

হাসিবুর রহমান বায়োকেমিস্ট্রতে পিএইচডি ও বাকীরা আশিকুল ইসলাম অর্থনীতি, মোস্তাহিদুল আলম হৃদয় জিওগ্রাফি, রহিস উজ জামান ও রেদওয়ানুল হক রাষ্ট্র বিজ্ঞান, এবং ফারজানা রহমান ও তৌহিদুর রহমান সিভিল ইঞ্জিনিয়ারিং এ স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। উল্লেখ্য, ওহাইও বিশ্ববিদ্যালয়ের ১৫০টি দেশে ২৮০,০০০ বেশি অ্যালামনাই রয়েছে।