ওহাইও সংবাদ : ওহাইওর কলম্বাসে বাকো আয়োজনে ‘ঈদ বাজার’ অনুষ্ঠিত হয়েছে। গত ০৯ এপ্রিল(রবিবার) ‘ঈদ বাজার’ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সেট্রাল ওহাইও(বাকো) এর উদ্যোগে এ ‘ঈদ বাজার’-এর আয়োজন করা হয়।
পবিত্র ঈদুল ফিতরের আগে অনুষ্ঠিত এই ঈদ বাজারে প্রবাসী বাংলাদেশি, ব্যবসায়ীরা তাঁদের বাহারি পণ্যের পসরা সাজিয়ে বসেছিল। তাঁদের স্টলগুলোতে শাড়ি, সালোয়ার-কামিজসহ নারী-পুরুষ হাল ফ্যাশনের পোশাকপরিচ্ছদ, অলংকার, ইত্যাদি প্রদর্শন করা হয়। বিক্রিও হয়েছে ভালো। ঈদ বাজারে আগত প্রবাসীদের কয়েকজন জানালেন, এই ঈদ বাজারে হাতের কাছে বিভিন্ন দেশের হাল ফ্যাশনের পোশাক, অলংকারসহ নানা ধরনের পণ্য পেয়ে তাঁরা অত্যন্ত আনন্দিত। তাঁরা ঈদ বাজারের মতো এমন একটি আয়োজনের জন্য উদ্যোক্তাদের ধন্যবাদ জানান।
ঈদ বাজারের একটা ব্যতিক্রমী আয়োজনও ছিলো। সাধারণত ঈদ বাজারে পোশাক, প্রসাধনী আর নানা রকম অলংকারসহ সৌখিন দ্রব্যাদি বেচাকেনা হয়। এগুলো ক্রেতাদের আকর্ষণ করে। কিন্তু এবার পণ্য হিসেবে বইও স্থান করে নিয়েছিলো। রাশিদা কামালের সদ্য প্রকাশিত ‘তোমার হাওয়ায় হাওয়ায়’ উপন্যাসটি ঈদ বাজারে দেখা গেলো। যদিও গত ফেব্রুয়ারি মাসে ঢাকার ধানমন্ডির ‘চিত্রক’ গ্যালারিতে বইটির মোড়ক উন্মোচিত হয়েছিল তবুও এখানেও আনন্দ-উল্লাসের মধ্য দিয়ে আবার মোড়ক উন্মোচিত হলো। কিছু অনুরাগী পাঠক এর আয়োজন করেন। ‘ওহাইও সংবাদ’ এর সম্পাদক লিটন কবীরের তত্ত্বাবধানে এ আয়োজন বাস্তবতা পায়। রাশিদা কামাল এখানে এলে এক চমৎকার ও প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়। এই চমৎকার পরিবেশেই তিনি তাঁর অনুরাগী পাঠকের হাতে অটোগ্রাফসহ বই তুলে দেন। এ সময় সবাই ছিলো উৎফুল্ল ও আনন্দমুখর।
ঈদ বাজারের আয়োজক বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সেট্রাল ওহাইও(বাকোর) সভাপতি আরাফাত ফয়সাল বলেন, প্রবাসী বাংলাদেশিদের বিদেশের মাটিতে দেশের ঈদের আমেজের একটু ছোঁয়া দিতেই এ প্রয়াস। এ বিষয়ে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সেট্রাল ওহাইও(বাকোর) সাংস্কৃতিক সম্পাদক তানিয়া সিদ্দীকা প্রিয়া বলেন, প্রবাসীদের কাছ থেকে তাঁরা এ ঈদ বাজারে আশাতীত সাড়া পেয়েছেন, যা ভবিষ্যতে আরও বড় পরিসরে আয়োজনের অনুপ্রেরণা যোগাচ্ছে।
আপনার মতামত লিখুন :