ওহাইও সংবাদ : ধর্মীয় ভাব-গম্ভীর পরিবেশে চমৎকার আবহাওয়ায় ওহাইওতে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। এবার উইক ডে শুক্রবার ঈদ হলেও নামাজের জন্য ধর্মপ্রাণ হাজার হাজার মুসলিম নর-নারীর ঢল নামে মসজিদ গুলোতে। ঈদের জামাত গুলোতে প্রবাসী বাংলাদেশী ও মুসলিম কমিউনিটি সহ দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মুনাজাত করা হয়। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর রং বে রং এর বাহারী পোষাক পরে মুসলিম কমিউনিটি ঈদের জামাত শেষে একে অপরের সাথে কোলাকুলির মাধ্যমে শুভেচ্ছা বিনিময় করেন। এছাড়াও ফোনকল, সামাজিক যোগাযোগের মাধ্যমেও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন প্রবাসীরা। কেউ কেউ সপরিবারে আত্নীয়-স্বজন ও বন্ধু-বান্ধবের বাসায় গিয়েও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
প্রবাস জীবনে ঈদের আনন্দ অবশ্যই দেশের মতো না। তার অন্যতম কারণ এই দিন সরকারি ছুটি থাকেনা। অনেকে আবার ছুটি নেন। তবে ঈদের দিন এটা বাড়তি আনন্দ হিসেবেই কাজ করে। প্রবাসে সবাই সবার স্বজন। প্রবাসে আসার আগে হয় তোবা কেউই কাউকে চিনতোনা। কিন্তু প্রবাসে এসে সবাই সবার আত্মার-আত্মীয় হয়ে যান।
সবাই সবার বিপদে-আপদে এগিয়ে আসেন। আর এভাবেই শুরুতে পরিচয়, পরে স্বজনে পরিণত হন। বিশেষ করে যারা একই এলাকায় থাকেন তাদের মধ্যে যোগাযোগটা আরও বেশি হয়। ওহাইও তে যে সকল স্থানে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়, নূর মসজিদের আয়েজনে ওহাইও এক্সপো সেন্টার, সানরাইজ একাডেমি, পোলারি মসজিদ, মসজিদ ওমর বিন খাওাব, মসজিদ আবু বকর ও মসজিদ নামরাহ। ঈদের পর অনেক দিন ধরে চলে ঈদ পুনর্মিলনী। এলাকা ভিত্তিক বা সংগঠন ভিত্তিক ছাড়াও পারিবারিক ভাবে চলে এই পুনর্মিলনী। ফলে ঈদ শেষ হয়ে গেলেও তার আমেজ থাকে প্রায় মাস জুড়েই।
আপনার মতামত লিখুন :