ওহাইও সংবাদ : ওহাইও বাংলাদেশী কমিউনিটির উদ্যোগে বিশাল ‘ইফতার ও দোয়া মাহফিল’ অনুষ্ঠিত হয়। গত ৮ এপ্রিল(শনিবার) ডাবলিনে অবস্থিত নূর মসজিদে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে মুসলিম উম্মাহর সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। ইফতার মাহফিলে কলম্বাস, ডাবলিং, হিলিয়াড, প্লেনসিটি, নিউ আলবেনি, লুইস সেন্টার এবং ডেলোয়ার থেকে বাংলাদেশী আমেরিকানরা উপস্হিত ছিলেন।
এছাড়া কমিউনিটির বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ এই ইফতার মাহফিলে যোগ দেন। এই ইফতার মাহফিলে বিপুল সংখ্যক মহিলাও অংশগ্রহন করেন। নৈশভোজের মাধ্যমে ইফতার মাহফিলের সমাপ্তি ঘটে। যাদের সার্বিক সহযোগীতায় ইফতার মাহফিল সফল হয়েছে তাঁরা হলেন গোলাম রহমান সুমন, মুরাদ হোসেন, ফয়সাল আরাফাত, মো: ইমরান, বাংলাদেশ কমিউনিটির সর্বস্তরের লোকজনকে স্বপরিবারে ইফতার মাহফিলে যোগদান করে তা সফল করায় ধন্যবাদ জানিয়েছেন বিশিষ্ঠ ব্যবসায়ী গোলাম রহমান সুমন।
আপনার মতামত লিখুন :