ওহাইও সংবাদ : ওহাইওর কলম্বাসে ওহাইও সংবাদের আয়োজনে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে চাঁদ রাত উৎসব। ঈদুল ফিতরের আগের দিন ২০ এপ্রিল বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত হয় এ জমজমাট উৎসব। এই প্রথম ওহাইও সংবাদ চাঁদ রাত উৎসবের আয়োজন করে। এ আয়োজনের বিশেষ আকর্ষণ আড্ডা গান ও আঁতশবাজী।
উৎসবে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী উপস্থিত ছিলেন। ওহাইও সংবাদের আয়োজনে আনন্দ-উচ্ছ্বাস আর আঁতশবাজীর মধ্যদিয়ে চাঁদ রাতে উৎসবে মেতে উঠেছিল ওহাইও শহরবাসী।
ওহাইও সংবাদের আয়োজনে প্রবাসী বাংলাদেশিরা চাঁদ রাত উদযাপনের জন্য রাত ১০টা থেকে একের পর এক পরিবার এসে জড়ো হয় স্থানীয় বাংলাদেশি মালিকানাধীন রেস্টুরেন্ট ইন্ডিয়ান বিস্ট্রো এন্ড চায়না হাউস এ। আড্ডা গান ও আঁতশবাজীর এ আনন্দ গভীর রাতকে ছুঁয়ে যায়। চাঁদরাত উৎসবে মেতে উঠেছিলেন নারী ও শিশুকন্যারা। আর তাদের সঙ্গে যোগ দিয়েছিলেন পরিবারের অন্য পুরুষ সদস্যরা। ফলে গভীর রাত পর্যন্ত রেস্টুরেন্ট ইন্ডিয়ান বিস্ট্রো এন্ড চায়না হাউস ছিল লোকে লোকারণ্য। বিশেষ করে গভীর রাত পর্যন্ত চাঁদ রাতকে উপভোগ করতে মানুষের ঢল নামে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ওহাইও সংবাদের প্রকাশক তানিয়া সিদ্দীকা প্রিয়া, সম্পাদক লিটন কবীর, নির্বাহী সম্পাদক সারওয়ার খান, বার্তা সম্পাদক মাহবুবুর রহমান। এছাড়া কমিউনিটির বিশিষ্ট ব্যাক্তি বর্গের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী গোলাম রহমান সুমন, গবেষক ও বিজ্ঞানী ডক্টর এনাম আহমেদ চৌধুরী, মাহজাবীন হারুন শামা, ইমারান আহমেদ, মালিহা আহমেদ, শাহেদ জামান, দিনা জামান, নাসিরুল ইসলাম, সিলভীয়া পান্ডীত, ইশফাক ইসলাম, তানজিম শামস (শিবলী), ফারুক খান, মুন্নী, মোহাম্মদ তোহা, ডা. হোসনে আরা শাহীনদা (মুন্নী), সাইদ মনোয়ার, মনিরুল ইসলাম মনি, ফায়সাল আরাফাত, ফেরদৌস পারভেজ পরশ, রোজি পারভেজ, জেসমিন জামান, অমিত, সাঈদ হাওলাদার(মাসুম), লুনা, ইমরান আহমেদ বাবু, বিশ্বজিৎ সাহা, ডিম্পল সঞ্চিতা, আরাফাত হোসেন, তানিয়া, সাজ্জাদুর রহমান, রেশাদ মিয়া, খন্দকার আলম, ওয়ালি তনয়, এছাড়া বিপুলসংখ্যক নতুন প্রজন্মসহ প্রবাসী বাংলাদেশীদের উপচেপড়া ভীড় ছিল এ উৎসবে।
গভীর রাত পর্যন্ত চলে আড্ডা ও গান। সর্বশেষ আঁতশবাজী প্রদর্শন এর মাধ্যমে চাঁদ রাত উৎসবের সমাপ্তি হয়। ওহাইও সংবাদে সম্পাদক লিটন কবীর চাঁদ রাত উৎসবে উপস্থিত সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান এবং প্রতিবছর চাঁদ রাত উৎসব আয়োজনের প্রতিশ্রুতি ব্যক্ত করেন। ‘চাঁদ রাত’ এই রাতে উৎসবের এক নতুন দিগন্তের সূচনা হয়, তেমনি রীতি-সংস্কৃতি ও ঐতিহ্যের আবহে এই রাতও ঈদের আনন্দকে বাড়িয়ে দেয় কয়েকগুণ।
আপনার মতামত লিখুন :