ওহাইও সংবাদ : নতুন প্রজন্মের ব্যাপক অংশ গ্রহণে ওহাইওর কলম্বাসে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেলো বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সেট্রাল ওহাইও(বাকো) আয়োজিত বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী। বাকো আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ছিল, ওহাইও থেকে প্রকাশিত প্রথম বাংলা মাসিক পত্রিকা ওহাইও সংবাদ। গত ৬ মে শনিবার নর্থল্যান্ড হাই স্কুলে জমকালো আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। কর্মসূচির মধ্যে ছিল ফেস পেইন্টিং, বেলুন, ম্যাজিক, কেক কাটা, ডিনার, সহ প্রবাসের জনপ্রিয় শিল্পি ক্লেজ আপ ওয়ান তারকা শেখ নীলিমা শশী ও রাজীব ভট্টাচার্যী জমকালো সাংস্কৃতিক পরিবেশনা।
অনুষ্ঠানের শুরুতে বাকোর সভাপতি আরাফাত ফয়সাল, সাধারণ সম্পাদক সারওয়ার খান ও ওহাইও সংবাদের সম্পাদক লিটন কবীর সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। মনমুগ্ধকব সাজ সজ্জা ছিল অনুষ্ঠান প্রঙ্গন যা আগত প্রবাসী অতিথিদেরকে পুরকিত করে। পুরা অনুষ্ঠানের ইন্টেরিয়র দ্বায়িত্বে ছিলেন বাংলাদেশী বংশোদ্ভূত আমেরিকান বিশিষ্ট চিত্র শিল্পী দিনা জামান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিটি মেয়র মোহাম্মাদ। এছাড়া কমিউনিটির বিশিষ্ট ব্যাক্তি বর্গের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী গোলাম রহমান সুমন, রফিক হাওলাদার পলাশ, তোফাজ্জল আহমেদ মাষ্টার, রেজা হাসান, মাহবুব রাহমান তাজু, এনাম আহমেদ চৌধুরী, ইমারান আহমেদ, ড. আতিক রহমান, বশির উদ্দীন, মোফাখারুল ইসলাম, মেহবুব রহমান, দিনা জামান, তানজিম শামস (শিবলী), মোহাম্মদ তোহা, মনিরুল ইসলাম মনি, রবিউল ইসলাম সি পি এ, রাশিদা কামাল, সুলতানা লুতফুন নাহার, সাইদ মনোয়ার সহ প্রমুখ।
মুখরোচক খাবারের অয়োজন ছিল ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে। অনুষ্ঠানে শুরুতে চিকেন সামসা দেওয়া হয়। কিছু সময় পর শুরু হয় ডিনার। অনুষ্ঠানে খাবার পরিবেশনা করে বাংলাদেশি মালিকানাধীন রেস্টুরেন্ট ইন্ডিয়ান বিস্ট্রো এন্ড চায়না হাউস। ডিনার শেষে বিশাল সাইজের তিনটা কেক কাটেন কমিউনিটির বিশিষ্ট ব্যাক্তি বর্গ। সর্বশেষ সকলের মাঝে কেক ও মিষ্ঠি দেওয়া হয়। এছাড়া শিশুদের জন্য পিজ্জার ব্যবস্তা ছিল।
শুরুতে শিশুদের জন্য ম্যাজিক পরিবেশনা করেন সঙ্খনিল। এরপর শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল উত্তর আমেরিকার জনপ্রিয় শিল্পি ক্লেজ আপ ওয়ান তারকা শেখ নীলিমা শশী, রাজীব ভট্টাচার্যী ও জনপ্রিয় ব্যান্ড মাটি। এরপর একের পর এক জনপ্রিয় গান গেয়ে প্রবাসী দর্শকদের মাতিয়ে তোলেন শশী ও রাজীব। শশী ও রাজীবের সঙ্গে কন্ঠ মিনিয়ে প্রবাসীরাও গান গাইতে থাকে। এ সময় সবচেয়ে বেশি আনন্দ উপভোগ করেছে শিশুর। শশী ও রাজীবের গানের তালে নাচতে থাকেন শিশু কিশোর ও বিভিন্ন বয়সের প্রবাসী। অনুষ্ঠানটির সঞ্চালক ছিল সাকিব রেহান, মনহা ও সুবা। প্রাণচাঞ্চল্যকর সঞ্চালনায় প্রোগ্রামটি প্রাণবন্ত ছিল শুরু থেকে শেষ পর্যন্ত।
সার্বিক সহযোগিতায় ছিল গোলাম রহমান সুমন, ইমারান আহমেদ, মালিহা আহমেদ, তানিয়া সিদ্দীকা প্রিয়া, শাহেদ জামান, দিনা জামান, ইশফাক, তানজিম শামস (শিবলী), সাইদ মনোয়ার, ফায়সাল আরাফাত, ফেরদৌস পারভেজ পরশ, অমিত, বিশ্বজিৎ সাহা, রেশাদ মিয়া, মুরসালিন আবেদিন, ফেরদৌস পারভেজ পরশ, মোহাম্মদ মাহমুদুজজামান লিমন, লিটন কবীর, সারওয়ার খান, মাহবুবুর রহমান, সাইখ খান, মাহবুবা ইয়াসমিন লুনা, সহ আরো অনেকে।
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সেট্রাল ওহাইও(বাকো) এর নেতৃবৃন্দ সংশ্লিষ্ট সবাইকে অনুষ্ঠান সফল ও সার্থক করার জন্য ধন্যবাদ জানিয়েছেন।
আপনার মতামত লিখুন :