আমার তিন নাতনী সামারা আনুশকা ও জারা
সাধারন ভাবে ডাক দিলে দেয় না তারা সাড়া
আদর করে ডাক দিলে তখনই ছুটে আসে
যেন সাত রাজার ধন আমার কাছেই আছে।
তিনজনই একসাথে করে চলাফেরা
সারাদিন যেন চলছে তাদের কথার মালা
বছর কয়েক আগে তারা ইস্কুলেতে পড়ত
সময় পেলেই তারা একসাথে থাকত।
বিবিধ বিষয় নিয়ে তারা মশগুল হতো
আমার কাছে সেই দিনগুলি বড়ই চমক লাগত।
মাঝে মাঝে তাদের সাথে যেতাম আইসক্রিম খেতে
তারা আমার সঙ্গী হতো আনন্দতে উঠেেতা মেতে
আই হোপেতে আমরা গেছি প্যান কেকের লোভে
ভাল না লাগলে তারা জানিয়েছে ক্ষোভে।
সামারা এখন দুরে আছে কলম্বাসের বাহিরে
পড়ার চাপে সে আসে না মিস করি তারে
আনুশকাও এখন থাকে ডর্মিটরিতে
কালে ভদ্রে দেখা হয় তাহার সাথে
জারাও এখন সময় কাটায় আপন ভূবনে
থেকেও যেন না থাকে সে ভাবি মনে মনে।
সৃষ্টিকর্তা যেন তাদের ভাল রাখেন এই প্রার্থনাই করি
তাহা হলেই আমি যেন সুখে থাকতে পারি।
আপনার মতামত লিখুন :