মুনা আয়োজিত রমাদান শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত


ওহাইও সংবাদ প্রকাশের সময় : এপ্রিল ১৩, ২০২৩, ৯:৩৬ অপরাহ্ণ /
মুনা আয়োজিত রমাদান শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

ওহাইও সংবাদ: মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা(মুনা) ওহাইও শাখা কর্তৃক আয়োজিত ওয়েলকাম রমাদান শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গত ১৯ মার্চ(রবিবার) মুনা ওহাইও শাখার সভাপতি ড. সাবের আহমদের সভাপতিত্বে ডাবলিন সাব-চ্যাপ্টার সভাপতি সাইফ খানের পরিচালনায় অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় মহা গ্রন্থ আল কোরআন থেকে দারসুল কোরআন পেশ করেন মোহাম্মদ জি, ফারুকী। তিনি বলেন মাহে রামযান মুমিন জীবনে অনেক তাৎপর্যপূর্ন। এই মাসে মহাগ্রন্থ আল কোরআন নাযিল করা হয়েছে যেন মুসলমানরা আল কোরআনের শিক্ষা কে কাজে লাগিয়ে তাকওয়া অর্জন করতে পারে। তিনি উপস্থিত সকল কে আল কোরআনের শিক্ষা অনুযায়ী নিজের ব্যাক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবন গঠন করার আহবান জানান।
সভায় অন্যান্যদের মাঝে আলোচনায় অংশ গ্রহণ করেন মুনা ওহাইও শাখার সহ-সভাপতি জাহিদুল ইসলাম, দাওয়া ডিরেক্টর মোহাম্মদ খান। কলম্বাস সাব-চ্যাপ্টার সভাপতি আশরাফুল ইসলাম। আব্দুল খালেক, তৌফিকুল বারী, রাব্বী ইসলাম, আলোচনা শেষে আহসান উদ্দীন জিন্নাহ সৌজন্যে ডিনারের আয়োজন করা হয়।