ওহাইও সংবাদ: অধ্যাপক ডক্টর শেখ আলি আকবর ওহাইও ষ্টেট ইউনিভার্সিটির ম্যাটেরিয়েল সাইন্স এন্ড ইন্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক এবং ন্যাশনাল সাইন্স ফাউন্ডেশন (NSF) সেন্টার ফর ইন্ডাস্ট্রিয়েল সেন্সর এন্ড মেজারমেন্ট (CISM) এর প্রতিষ্ঠাতা। সম্প্রতি গত ২৪ মে মার্চ অধ্যাপক ডক্টর শেখ আলি আকবরকে শিক্ষায় শ্রেষ্টত্বের জন্য বিশিষ্ট শিক্ষক হিসেবে ২০২৩ এলামনাই এওয়ার্ডে ভূষিত করা হয়েছে।
২৪শে মার্চ সকালে ডক্টর আকবর যখন তার থার্মোডাইনামিক্স ক্লাসে ৬৪ জন শিক্ষার্থীকে শিক্ষাদানে ব্যাস্ত ছিলেন, তখন এক অপ্রত্যাশিত ও চমৎকার ঘটনার অবতারনা ঘটে। ডক্টর আকবরকে সম্মাননা জানাতে ওহাইও ষ্টেট ইউনিভার্সিটির ফ্যাকালটির একগুচ্ছ কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিদের একটি দল ক্লাম রূমে প্রবেশ করেন।
অতিথিদের মধ্যে ফ্যাকালটির সিনিয়র ভাইস প্রভোষ্ট প্যাট্রিক লোচোয়ার্ন, চিফ অব ষ্ট্রেটেজি এন্ড বিলোঙ্গিং টিনা পিয়ার্স, কলেজ অব ইন্জিনিয়ারিং এর চিফ অব ষ্টাফ ডেরিক এল টিম্যান-কেলি এবং ম্যাটেরিয়াল সাইন্স এন্ড ইন্জিনিয়ারিং এর এসোসিয়েট চেয়ার উই জ্যাং সহ
ডক্টর আকবর এর স্ত্রী, কন্যা, কন্যা জামাই এবং নাতি নাতনীরা উপস্হিত হয়ে অধ্যাপক ডক্টর শেখ আলি আকবরকে শিক্ষায় তার অবদানের জন্য সম্মাননা প্রদান করেন।
ছাত্র, ফ্যাকালটি এবং এলামনাই সম্মিলিত ভাবে ফ্যাকালটি মেম্বারদের তাদের অবদানের জন্য মনোনীত করে। সিনিয়র ভাইস প্রোভোষ্ট লোচোয়ার্ম জানান যে, ডক্টর আকবর সর্বকালের সর্বচ্চ নম্বর পেয়ে মনোনীত হয়েছেন। সম্মাননার অংশ হিসেবে ডক্টর আকবর এককালীন ৫০০০ ডলার সম্মানী পাবেন এবং শিক্ষকতার সম্মানীও তার বৃদ্ধি পাবে। ডক্টর আকবরকে ২০২৩ এর ফুটবল খেলাতেও বিশেষ সম্মাননা জানানো হবে।
অধ্যাপক ডক্টর শেখ আলি আকবর দীর্ঘ ৩৫ বৎসর যাবত ওহাইও ষ্টেট ইউনিভার্সিটিতে অধ্যাপনায় নিয়োজিত আছেন। সিরামিক বাল্ক, পাতলা ফিল্ম এবং ইলেক্ট্রোকেমিক্যাল ডিভাইস (সেন্সর এবং জ্বালানী কোষ) এবং বায়োমেডিকাল অ্যাপ্লিকেশনের জন্য ন্যানো-হেটারোস্ট্রাকচারের সংশ্লেষণ-মাইক্রোস্ট্রাকচার মধ্যকার সম্পর্কের ঘনত্ব সহ কঠিন অবস্থার পদার্থবিদ্যা বিষয়ে তিনি বিশেষজ্ঞ।
আপনার মতামত লিখুন :