ওহাইও কালচারাল আর্টস সেন্টারে দিনা জামান এর চিত্রকর্ম প্রদর্শনীত


ওহাইও সংবাদ প্রকাশের সময় : এপ্রিল ৯, ২০২৩, ১০:০৮ অপরাহ্ণ /
ওহাইও কালচারাল আর্টস সেন্টারে দিনা জামান এর চিত্রকর্ম প্রদর্শনীত

ওহাইও সংবাদ: বাংলাদেশী বংশোদ্ভূত আমেরিকান বিশিষ্ট চিত্র শিল্পী দিনা জামান এর একটি চিত্রকর্ম ওহাইও আর্ট লীগ ২০২৩ এর স্প্রীং প্রদর্শনীর জন্য মনোনীত হয়।

সমগ্র ওহাইও থেকে ৪০০ টি চিত্র শিল্পের মধ্য ৭০ টি চিত্রকর্ম প্রদর্শনীর জন্য মনোনীত করা হয়। এরই মধ্যে বাংলাদেশী বংশোদ্ভূত আমেরিকান চিত্র শিল্পী দিনা জামান এর একটি চিত্র শিল্প স্থান পায় স্প্রীং প্রদর্শনীর জন্য।
ওহাইও আর্ট লীগ এর এই প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্ভোদন হয় গত ১০ ই মার্চ। প্রদর্শনীর চিত্রকর্ম গুলী কলম্বাস কালচারাল আর্ট সেন্টারে প্রদর্শীত হয় মাস ব্যাপী।

ওহিও আর্ট লিগ ওহাইওর প্রাচীনতম এবং বৃহত্তম সদস্য-ভিত্তিক শিল্প সংস্থাগুলির মধ্যে একটি। ১৯০৯ থেকে প্রতিষ্ঠাতা সদস্যদের জন্য প্রসারিত এবং বর্তমানে ওহাইও রাজ্য জুড়ে ১১৩ জিপ কোড বিস্তৃত সদস্যদের জন্য প্রদর্শনী প্রদান করে। জুরিড প্রদর্শনীর লক্ষ্য হল ওহাইও রাজ্য জুড়ে সৃজনশীল কাজের প্রশস্ততা এবং গভীরতা দেখানো। ওহাইওতে কালচারাল আর্টস সেন্টারে সবচেয়ে বড় আর্ট গ্যালারি স্পেস রয়েছে। দুটি গ্যালারী জুড়ে নিয়মিত প্রদর্শনীর হয়ে থাকে।

উল্লেখ্য ১৫ থেকে ১৭ ফেব্রুয়ারি ‘বাক্সের বাইরে’ নামের সমকালীন শিল্প কর্মশালার অংশ হিসেবে গাজীপুরের শ্রীপুরের দাতব্য প্রতিষ্ঠান ‘শিশু পল্লী প্লাস’ এ অসহায় মা ও শিশুদের পুনর্বাসনকেন্দ্রে তিন দিনের সমকালীন চিত্রাঙ্কন কর্মশালার আয়োজন করে ছিলেন বাংলাদেশী বংশোদ্ভূত আমেরিকান বিশিষ্ট চিত্র শিল্পী দিনা জামান।