কবিতা – খুঁটি


ওহাইও সংবাদ প্রকাশের সময় : মার্চ ১৩, ২০২৩, ১১:২৫ অপরাহ্ণ /
কবিতা – খুঁটি

পান্না আহমেদ

বার বার মানুষ কেবলই খুঁটিতে জড়ায়
কেবলই গ্রন্থির ক্ষরণ দেখে ব্যথাতুর মনে,
আকাশের পরিমাপ করে
কেবলই হুতাশনে ঘরবার করে!
দিন শেষে হিসেবের শূণ্য খাতা!
মানুষ কেবলই অকারণ ব্যথা পুষে মনে
কখনো চাঁদনীর তাপ মনে করে
কখনো হয়তোবা সূর্যের সন্তাপ বুকে নিয়ে!
কারো কারো আবার চাঁদ সুরুজের ফুরসত নেই!
জল খুঁটি কিছুই নেই!
তাবত জীবনে শুধু হাওরের দীর্ঘশ্বাস!
শুধু মরুর বুকে হুহু ঘূর্ণন।
কারো কারো জলের জীবন!
অকারণ ঢেউ, জোয়ার আর ভাটির টান।
কেউ কেউ খাঁচায় বাঁচে!
নিশ্চিত গ্রন্থির বাসে কেউ কেউ
অকারণে আগুন জ্বালায়!
আমার ত্রিশঙ্কু জীবন
এ জীবনে ঘরবার ঘরঘাট কিছুরই বালাই নেই!
সব দেখি নয়নের পরে!
সব আছে হৃদয় জুড়ে!
তবু যেন আমার কিছুই নাই!
আমি কারো নই
কেউ আমার নয়!