ওহাইও সংবাদ : গত ১২ ফেব্রুয়ারি ওহাইও ইউনিভার্সিটি বাংলাদেশ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘বাংলাদেশ নাইট’। পহেলা ফাল্গুন ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে মাথায় রেখে অনুষ্ঠানটি সাজানো হয়। হল ভর্তি দেশি-বিদেশি দর্শকদের সামনে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা করেন ওহাইও ইউনিভার্সিটির বাংলাদেশি শিক্ষার্থীরা। অনুষ্ঠানের শুরুতে বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশনের উপদেষ্টা ডক্টর ফায়েজ রহমান এবং অ্যাসোসিয়েশনের সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের জৈব রসায়নে (বায়োকেমিস্ট্রি) পিএইচডি অধ্যয়নরত অভিজিত সুকুল জিতু। বায়ান্নোর একুশে ফেব্রুয়ারির শহীদ ও সম্প্রতি তুরস্ক-সিরিয়ায় ভুমিকম্পে নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।
একে একে গান, নাচ ও আবৃত্তির মাধ্যমে বাংলাদেশের ভাষা ও সংস্কৃতি কে তুলে ধরেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বর্ষের, বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। রবীন্দ্র, নজরুল, লালন, সত্যজিৎ, আপেল মাহমুদ, বাংলা সাহিত্য ও সংস্কৃতির এসব দিকপালের রচিত গানে-কবিতায় অনুষ্ঠানটি উপভোগ্য হয়ে ওঠে। বাংলাদেশের ইতিহাস, অর্থনীতি ও কৃষি নিয়ে একটি প্রেজেন্টেশন প্রচার করা হয়। এছাড়াও ‘বিউটিফুল বাংলাদেশ’ বিষয়ক একটি ভিডিও প্রদর্শিত হয় যা সকলের মনোযোগ আকর্ষণ করে। অনুষ্ঠানের আরো একটি চমক ছিলো ফ্যাশন শো। বাংলাদেশি বিভিন্ন উৎসবের এবং উপলক্ষের ভিন্ন ভিন্ন পোশাক পরে এই ফ্যাশন শো তে অংশ নেন ওহাইও ইউনিভার্সিটির আন্তর্জাতিক ও মার্কিনশিক্ষার্থীরা।
তীর হারা এই ঢেউয়ের সাগর গণসংগীত পরিবেশনের মধ্যে দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের ইতি টানা হয়। এতো সুন্দর করে বাংলাদেশের সংস্কৃতিকে উপস্থাপনের জন্য ওহাইও ইউনিভার্সিটি বাংলাদেশ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সাধুবাদ প্রাপ্য।
অনুষ্ঠান শেষে দেশি খাবার দিয়ে আপ্যায়িত করা হয় অতিথিদের। খাবারের মধ্যে উল্লেখযোগ্য ছিলো সিঙ্গারা, পোলাও, খাসির রেজালা ও গোলাপজাম। সমাপনী বক্তৃতায় অ্যাসোসিয়েশনের সভাপতি অভিজিত সুকুল জিতু ও সহসভাপতি আব্দুল্লাহ আসিফ খান অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ওহাইও ইউনিভার্সিটির বেকার সেন্টারের বল রুমটি যেন এক বিকালের জন্য হয়ে গিয়েছিলো ছোট্ট এক টুকরো বাংলাদেশ। প্রবাসে অধ্যয়নরত শিক্ষার্থীরা বাংলাদেশি পোশাক, খাবার ও সংস্কৃতির মাঝে খুঁজে পেয়েছিলেন নিজের ফেলে আসা দেশকে।
কলম্বাস থেকে বাংলাদেশী কমিউনিটির বিশিষ্ট জনদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী গোলামুর বহমান সুমন, বাংলাদেশ এসোসিয়েসান অফ সেন্ট্রাল ওহাইও (বাকো) সভাপতি ফায়সাল আরাফাত, সাধারন সম্পাদক সারওয়ার খান। ওহাইও সংবাদ পত্রিকার সম্পাদক লিটন কবীর, প্রকাশক তানিয়া সিদ্দিকা প্রিয়া, বার্তা সম্পাদক মাহবুবুর রহমান ও সাদিকা আবেদীন।
আপনার মতামত লিখুন :