সুমন ও জলি দম্পতি আয়োজনে ফাল্গুনের ভালোবাসা


ওহাইও সংবাদ প্রকাশের সময় : মার্চ ১২, ২০২৩, ১১:২৫ অপরাহ্ণ /
সুমন ও জলি দম্পতি আয়োজনে ফাল্গুনের ভালোবাসা

ওহাইও সংবাদ : প্রকৃতিতে সবে এসেছে বসন্ত। তবে এই বসন্তেও বৃষ্টি! এই বৃষ্টি বসন্তের উন্মাদনা থামিয়ে দেবে কিনা সেই সংশয় ছিলো। তবে তেমনটা হতে দিতে পারে না বসন্ত বিলাসীরা। তাইতো পায়জামা-পাঞ্জাবি আর শাড়িতে অপরূপ বাঙালি সাজে সেজে ওহাইওর জনসটাউন Dolce Viva অফিস বিল্ডিং হল রুমে বসন্ত বরণে মেতেছিলো বাঙালি আমেরিকানরা। এই অনুষ্ঠানের আয়োজন করে ছিল Dolce Viva এর কর্ণধর সুমন ও জলি দম্পতি।


গত শনিবার (১৮ ফেব্রুয়রি) Dolce Viva এর কর্ণধর সুমন ও জলি দম্পতি আয়োজনে অনুষ্ঠিত হয় ফাল্গুনের ভালোবাসা। যেখানে কলম্বাস, ডাবলিং, হিলিয়াড, প্লেনসিটি, নিউ আলবেনি, লুইস সেন্টার এবং ডেলোয়ার থেকে অতিথিদের আগমণে এক মিলনমেলায় পরিণত হয়। সরজমিনে দেখা গেছে, হাতে চুড়ি, কানে দুল, কপালে লাল টিপ সব মিলিয়ে একেবারে বাঙালি সাজ। লাল-বাসন্তী রঙের শাড়ি পাঞ্জাবিতে বসন্তপ্রেমীদের আগমণে মুখরিত হয়ে উঠেছিলো পুরো হল রুম।

এছাড়া ফাল্গুন ও ভালোবাসা দিবসের অনুষ্ঠান উপলক্ষে এদিন সাজানো হয়েছিলো পুরো অনুষ্ঠানস্থল। হরেক রকমের ফুল বর্ণিল সাজে সজ্জ্বিত হয়েছিলো পুরো হল রুম। গান, আড্ডা ও খাবার পরিবেশনায়ও ছিলো নান্দনিকতা। যেখানে খাবার ডোকোরেশনে ব্যবহার করা হয়েছে শিল্পীর করুকাজ। একদিকে ফাল্গুন অন্যদিকে ভালোবাসা দিবস। দুইয়ে মিলে এক চমৎকার অনুষ্ঠানের আয়োজন করে Dolce Viva এর এর কর্ণধর সুমন ও জলি দম্পতি। ফাল্গুন আর ভালোবাসার মনোমুগ্ধকর গান পরিবেশন করেন ওহাইও স্টেট ইউনিভার্সিটি বাকাই বাঙালির ব্যান্ড দল।

Dolce Viva এর চেয়ারপারসন শাহনাজ আক্তার জলি বলেন, আমরা চেয়েছি ফাগুন এবং ভালোবাসা দিবস উপলক্ষে সুন্দর একটি আয়োজন করতে। আমরা সকলের প্রতি কৃতজ্ঞ যে সবার উপস্থিতিতে আমরা অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করতে পেরেছি। এই পুরো আয়োজনে যারা বিভিন্নভাবে আমাদের সহায়তা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। সর্বশেষ আগত সকল অতিথিদের হাতে তুলে দেওয়া হয় Dolce Viva এর পক্ষ থেকে গিফট ব্যাগ।