রাজু ল’ এবং আফগান ইউনিয়নের মধ্যে সমঝোতা স্মারক সই


ওহাইও সংবাদ প্রকাশের সময় : মার্চ ১২, ২০২৩, ১১:০৯ অপরাহ্ণ /
রাজু ল’ এবং আফগান ইউনিয়নের মধ্যে সমঝোতা স্মারক সই

ওহাইও সংবাদ : এটর্নি রাজু মহাজন এন্ড এসোসিয়েটসের কাছ থেকে অভিবাসন-সম্পর্কিত সহায়তা এবং পরিষেবা পেতে আফগান ইউনিয়নের সাথে একটি সমঝোতা স্মারক সই হয়েছে। এই সমঝোতা স্মারকটি গত ১৫ই ফেব্রুয়ারি, ২০২৩ আফগান ইউনিয়নের জর্জিয়া অফিসে স্বাক্ষরিত হয়। অ্যাটর্নি রাজু মহাজন অ্যান্ড অ্যাসোসিয়েটসের জর্জিয়া শাখা ম্যানেজার জনাব সৈয়দ আলম প্রিন্স এবং আফগান ইউনিয়নের প্রতিষ্ঠাতা ও সিইও জনাব বাসির বসিল নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে সই করেন।

এই সমঝোতা স্মারকের অধীনে, জর্জিয়ার আফগান ইউনিয়নের যে কোন সদস্য অ্যাটর্নি রাজু মহাজন অ্যান্ড অ্যাসোসিয়েটসের কাছ থেকে আমেরিকায় অভিবাসন বিষয়ে সহায়তা এবং পরিষেবাগুলির জন্য বিশেষ ছাড় পাবেন। এছাড়াও তারা প্রিন্সিপল অ্যাটর্নি, অ্যাসোসিয়েট অ্যাটর্নি এবং কেস ম্যানেজারের সাথে অগ্রাধিকার ভিত্তিতে অভিবাসন সংক্রান্ত পরামর্শ নিতে পারবেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আফগান ইউনিয়ন জর্জিয়ার ডেপুটি ডিরেক্টর জনাব ফেতরাত ফারহাত এবং ইউনিয়নের বেশ কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন। এই সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে, জর্জিয়ার অন্যান্য সম্প্রদায়ের নেতারা অ্যাটর্নি রাজু মহাজন এন্ড অ্যাসোসিয়েটসের এমন উদ্যোগের ভুয়সী প্রশংসা করেন ।