লালন নূর, ক্লিভল্যান্ড, ওহাইও সংবাদ : বিচ্ছিন্নভাবে বিভিন্ন আয়োজনে প্রতিবছর মহান একুশে পালিত হলেও এবারই প্রথম এশিয়ান লিয়াজোঁ বোর্ড – সিটি অফ ক্লিভল্যান্ডের পক্ষ থেকে আনুষ্ঠানিক ভাবে পালিত হলো মহান একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে ২৪ ফেব্রুয়ারি (শুক্রবার) সন্ধ্যা ৬ টায় ক্লিভল্যান্ড সিটি হলে অনুষ্ঠিত হয় এই আয়োজন।
বাঙালিদের মধ্যে এই আয়োজনের সার্বিক দায়িত্বে ছিলেন এশিয়ান লিয়াজোঁ বোর্ড-সিটি অফ ক্লিভল্যান্ডের সদস্য তারিক ইসলাম। অনুষ্ঠানের শুরুতেই সবাইকে স্বাগত জানান এশিয়ান লিয়াজোঁ বোর্ড-সিটি অফ ক্লিভল্যান্ডের সদস্য শিয়া-মিন ছেন। এরপর আমেরিকার জাতীয় সঙ্গীত পরিবেশন করেন সামিয়া আলম। মহান একুশের সংক্ষিপ্ত ইতিহাস ও এর পটভূমি উপস্থাপন করে এ প্রজন্মের মায়িশা আলম।
এরপর সংক্ষিপ্ত বক্তব্য দেন এশিয়ান লিয়াজোঁ বোর্ড-সিটি অফ ক্লিভল্যান্ডের ডিরেক্টর এঞ্জেলা শুট-উডসন। বক্তব্য শেষে তিনি ক্লিভল্যান্ড মেয়র জাস্টিন বিব-এর স্বাক্ষরিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা (Proclamation) হস্তান্তর করেন এশিয়ান লিয়াজোঁ বোর্ড-সিটি অফ ক্লিভল্যান্ডের সদস্য তারিক ইসলামের হাতে। নর্থ ইস্ট ওহাইওর বাংলাদেশি কমিউনিটি এবং বাংলা ভাষার জন্য এই ঘোষণা অত্যন্ত সন্মান এবং গৌরবের। আয়োজনে উপস্থিত ছিলেন নর্থ ইস্ট ওহাইওর শতাধিক বাঙালির সাথে উপস্থিত ছিলেন আমেরিকাসহ অনেক দেশের আরো প্রায় অর্ধশত অতিথি। এ সময় সবার করতালিতে মূখর হয়ে ওঠে ক্লিভল্যান্ড সিটি হল।
এই আয়োজনে সঙ্গীত পরিবেশন করেন ক্লিভল্যান্ডের সঙ্গীত সংঘ ‘সপ্তক’। সপ্তকের পক্ষে সমবেত সঙ্গীতে অংশ নেন বিলিকিস বানু, নাজনীন খান, শিমলি বড়ুয়া, শাওলি খন্দকার, জাহিদুল ওয়াহাব, ক্লারা ওয়াহাব, মানসি বন্যা, শেখ আহমেদ শাকিব, মেজবাহ মান্নান। তবলায় সঙ্গত করেন মানবেন্দ্র দে। সমবেত গানের ফাঁকে ফাঁকে ছিলো লালন নূর ও কথন নূরের পিতা-পুত্রের কথপোকথন, যা গানের সাথে যুক্ত করেছিলো শহীদ দিবসের পটভূমি ও ভাষা সংগ্রামের মাধ্যমে বাঙালির স্বাধীনতা অর্জনের যোজনা।
মানসি বন্যার গানের সাথে নেহালি দে এবং শিমলি বড়ুয়ার গানের সাথে তামান্না রহমান ও তাঁর মেয়ে সানিকা মাহদিয়ার নৃত্য পরিবেশনা ছিলো উপভোগ্য। এছাড়া একক নৃত্য পরিবেশন করে রিদিতা সুলতানা। একুশের এই আয়োজনে একক কবিতা আবৃত্তি করেন মোস্তাক মাহমুদ এবং যুগল কবিতা আবৃত্তি করেন লালন নূর ও রিপা নূর। এছাড়াও একক সঙ্গীত পরিবেশন করেন শর্মিষ্ঠা দাস, শামিমা হাসান, ফাহিমা রহমান ও শেখ আহমেদ সাকিব। অনুষ্ঠানে একটি যৌথ যন্ত্রসঙ্গীত পরিবেশন করেন নোমান হাসান ও শেক আহমদ সাকিব। অনুষ্ঠানের শেষে সবাইকে সিটি অর ক্লিভল্যান্ডের পক্ষ থেকে স্যাফরন প্যাচ, এ্যাক্রন’র ব্যাবস্থাপনায় দেশীয় খাবার পরিবেশন করা হয়।
আপনার মতামত লিখুন :