বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে নকল পোশাক রপ্তানির অভিযোগ


ওহাইও সংবাদ প্রকাশের সময় : ফেব্রুয়ারি ১৮, ২০২৩, ১২:৫২ পূর্বাহ্ণ /
বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে নকল পোশাক রপ্তানির অভিযোগ

ওহাইও সংবাদ : যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশ থেকে নকল তৈরি পোশাক পাঠানোর অভিযোগ করেছেন দেশটির ব্যবসায়ীরা। সম্প্রতি যুক্তরাষ্ট্রের বৈদেশিক বাণিজ্য কর্তৃপক্ষ ইউনাইটেড স্টেটস ট্রেড রিপ্রেজেনটেটিভ (ইউএসটিআর) ওয়াশিংটনে বাংলাদেশের দূতাবাসের মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়ে অভিযোগ জানিয়েছে। এই ঘটনায় বড় ধরনের শাস্তির আশংকা করছে বাংলাদেশের পোশাক রপ্তানিকারকরা।

চিঠিতে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের জনপ্রিয় ব্র্যান্ডের নামে নকল তৈরি পোশাক রপ্তানির অভিযোগ করেছে সংস্থাটি। পাশাপাশি চিঠিতে ১৩ ফেব্রুয়ারির মধ্যে অভিযোগের জবাব দিতে বলা হয়েছে। যদিও চলতি মাসের ২০ তারিখের মধ্যে অভিযোগের জবাব দেবে বলে যুক্তরাষ্ট্রকে আশ্বস্ত করেছে বাংলাদেশ।

জানা যায়, যুক্তরাষ্ট্রের বাজারে নকল পণ্য সরবরাহের অভিযোগ করেছে আমেরিকান অ্যাপারেল অ্যান্ড ফুটওয়্যার অ্যাসোসিয়েশন (এএএফএ) এবং প্যারিসভিত্তিক ইউনিয়ন ডেস ফেব্রিকস (ইউনিফ্যাব)। অভিযোগে এএএফএ বলেছে, তৈরি পোশাক সংগ্রহের জন্য বাংলাদেশ গুরুত্বপূর্ণ উৎস হওয়ার পরও মেধাস্বত্ব রক্ষার প্রতিষ্ঠিত নীতিমালার অনুপস্থিতি এবং উচ্চ পর্যায়ে চরম দুর্নীতির কারণে বাংলাদেশ থেকে অব্যাহত হারে নকল পণ্যের বৈশ্বিক বিস্তার এবং উৎপাদন বাড়ছে।

রপ্তানিকারকরা জানিয়েছেন, অভিযোগ প্রমাণ হলে যুক্তরাষ্ট্র বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানির ওপর কোটা আরোপ, যে পণ্য নকল করা হয়েছে তার ওপর নিষেধাজ্ঞা এবং বাড়তি শুল্কারোপ করতে পারে। পাশাপাশি বিশ্ববাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিতে নেতিবাচক প্রভাব পড়বে। একই সঙ্গে রপ্তানি আয়ে ধস নামবে। যুক্তরাষ্ট্রের এই অভিযোগ যদি সত্য প্রমাণ হয়, তাহলে বাংলাদেশ থেকে পোশাক কেনা অন্য দেশগুলোও ক্রয়াদেশ কমিয়ে দিতে পারে।