রিপা নূর
প্রথমত দেখায় জোড়া চোখে ঝিলিক ছিলো যাদুর,
জোৎস্না তখন নেমেছিলো ধরায় আকাশ বেয়ে যে মাটি,
যেমন মন ও বোধের আলো তেমন এক মধ্য দুপুর,
প্রথমত দেখায় জোড়া চোখে ঝিলিক ছিলো এক যাদুর ।।
জোড়া হাতে পাশে থেকে উড়ে বেড়ায় সুর সোনালী ডানায়,
যেমন এক মন ময়ুরী তেমনি এক পোশাক রঙ খাকী,
জলের থেকে ভেসে ওঠা মাছ, খায় এক মাছ খাওয়া পাখি,
প্রথমত ছোঁয়ায় জোড়া ঠোঁটের চমক ছিলো সেই যাদুর।।
ছোঁয়ায় জাগে শিহরণ এক সেই বন্ধু পুরাতন,
চাঁদ ও জোৎস্নায় ফোটে কমল আলো শান্তির মতন,
দুঃখ গুলো বুকের ভিতর ছায়ার মতো মায়ায় দোলে,
প্রথমত ছোঁয়া ফুটে থাকে সিন্ধু শিহরণ এক ফোটা ফোটা ফুলে ।।
আপনার মতামত লিখুন :