ওহাইও প্রবাসী সিলভীয়া পন্ডিত এর আয়েজনে “বীরাঙ্গনা ৭১” সংবর্ধনা অনুষ্ঠিত


ওহাইও সংবাদ প্রকাশের সময় : ফেব্রুয়ারি ১০, ২০২৩, ১২:১৮ পূর্বাহ্ণ /
ওহাইও প্রবাসী সিলভীয়া পন্ডিত এর আয়েজনে “বীরাঙ্গনা ৭১” সংবর্ধনা অনুষ্ঠিত

ওহাইও সংবাদ : গত ৩০ ডিসেম্বার (শুক্রবার) বিজয় এর মাসে বীরাঙ্গনা ৭১ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে ওহাইও প্রবাসী লেখিকা ও বীরাঙ্গনা ৭১ এর প্রতিষ্ঠাতা সিলভীয়া পন্ডিত। বনানী একটি অভিজাত হোটেলে বীরাঙ্গনাদের বিশেষ সম্মাননা জানানো হয়। এ সময় ৯জন বীরাঙ্গনার হাতে তুলে দেওয়া হয় ক্রেষ্ট ও শাল।

“বীরাঙ্গনা দিবস” প্রতিষ্ঠা করবার জন্য প্রবাসী লেখিকা সিলভীয়া পন্ডিত বলেন, আমি চাই আমাদের দেশের পাঠ্য বইতে বীরাঙ্গনা মাদের কষ্টের কথা লেখা হোক। আমাদের বাচ্চারা যেন জানতে পারে বাংলাদেশের স্বাধীনতা অর্জনের পেছনে শত শত তরুণী, কিশোরী, সদ্য বিবাহীতা ও মাদের রক্ত ঝরা চোখের জলের কথা। তিনি আরো বলেন, “বীরাঙ্গনা ৭১” সংস্থার মাধ্যমে বাংলাদেশের অনেক লুকানো রত্ন যাঁরা কোন প্রকার স্বীকৃতি এর আশা না করে দেশ বিদেশ থেকে বাংলাদেশের উপকার করছে, তাঁদের খুঁজে বের করে “বীরাঙ্গনা ৭১” পদকে সম্মানীত করা হবে।

বীরাঙ্গনা ৭১ সংবর্ধনা অনুষ্ঠানে বুদ্ধিজীবি মুক্তিযোদ্ধা সহ সমাজের বিশিষ্ট ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত সকলে “বীরাঙ্গনা ৭১” সংস্থার সার্বিক উন্নয়ন মঙ্গল কামনা করেন। সর্বশেষ ডিনারের মাধ্যমে অনুষ্ঠানে সমাপ্তি ঘোষনা করনে “বীরাঙ্গনা ৭১” সংস্থার প্রতিষ্ঠাতা সিলভীয়া পন্ডিত।