অরুন্ধতী সরকার, ওহাইও সংবাদ : গত ২৮ শে জানুয়ারি ২০২৩ এ World Language Middle School, কলম্বাসে আয়োজিত হয়ে ছিল প্রয়াস পরিচালিত সরস্বতী পূজা ২০২৩! পরিচালন কমিটির প্রধান ছিলেন শ্রীমতি অনিন্দিতা দেওঘরিয়া। এছাড়াও তাঁর সাথে ছিলেন সহ সভাপতি শ্রীমতী গোপা গাঙ্গুলি, কোষাধ্যক্ষা শ্রীমতী সঞ্চিতা কৃষ্ণা, সাংস্কৃতিক সম্পাদিকা শ্রীমতী শর্মিলা মজুমদার, সাধারণ সম্পাদিকা শ্রীমতী শিপ্রা দেবনাথ, খাদ্য ও জনসংযোগে শ্রীমতী বেদত্রয়ী ব্যানারজী এবং তথ্য প্রজুক্তি বিভাগে শ্রীমতী মিলি ঘোষ চৌধুরী। এছাড়াও, অডিও ভিজুয়াল, স্থিরচিত্র ও ভিডিও গ্রহণে সাহায্য করেছেন সৌম্যজিত ঘোষ, শ্রী সুদীপ্ত রায়, শ্রী শমিত বোস ও শ্রী সৌনক গুপ্ত। মণ্ডপসজ্জায় শ্রীমতী অজন্তা দাশ ভৌমিক।
বাঙ্গালী সনাতন হিন্দু ধর্মাবলম্বীরা বসন্ত পঞ্চমী তিথি উপলক্ষে প্রতিবছর বাগদেবীর আরাধনার আয়োজন করে। এ বছর স্থানীয় অধিবাসী শ্রী সুব্রত ব্যানার্জী এই পূজার পৌরোহিত্য করেন। দেবী সরস্বতী বিদ্যার দেবী হিসেবে পূজিত হন তাই এই পূজা অভিবাসী বাঙালীদের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ। “হাতে-খড়ি” নামক অনুষ্ঠানের মাধ্যমে হিন্দু শিশু শিক্ষার্থীদের শিক্ষাজীবনের শুভ সূচনা করা হয়। যথারীতি গত ২৮ তারিখ বেশ কিছু বাঙ্গালী পরিবার তাঁদের ছোট ছোট ছেলেমেয়েদের হাত ধরে অ আ ক খ-র পাঠ শুরু করলেন। এ ছাড়াও পুষ্পাঞ্জলি, আরতি ও ভোগ বিতরণের মাধ্যমে এই পূজা সুচারু ভাবে সম্পন্ন হয়।
সুদূর ওহাইওয় বসে সমস্ত বাঙ্গালী এই অবসরে নিজেদের সাংস্কৃতিক ঐতিহ্যকে পরবর্তী প্রজন্মের মধ্যে প্রসারিত করার চেষ্টা করেন। তাই এবারে প্রয়াসের সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল একগুচ্ছ শিশু ও কিশোর শিল্পীদের প্রতিভা প্রকাশের মঞ্চ। সকালের পূজাপর্ব সমাধা হতেই শুরু হয় ছোটদের অঙ্কন প্রতিযোগিতা। প্রয়াসের সদস্যদের উপস্থিতিতে প্রয়াসের বাৎসরিক জেনেরাল বডির মিটিঙের পর শ্রীমতী সুদেষ্ণা ব্যানার্জীর পরিচালনায় একদল শিশুশিল্পী পরিবেশন করে “ছোটদের রবীন্দ্রনাথ”। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বসন্ত পর্যায়ের নানা গানের ডালি দিয়ে এক সুমধুর সান্ধ্য পরিবেশ সৃষ্টি হয়। এরপর পৌলমী ও পরমা দুই বোন তাদের নাচ ও গানের যুগলবন্দীতে দর্শকদের মুগ্ধ করে। ক্যালেইডোস্কোপের শিক্ষার্থীরা শ্রীমতী দীপান্বিতা সেনগুপ্ত রায়ের নৃত্য নির্দেশনায় তিনটি ভিন্ন স্বাদের নাচ পরিবেশন করে। আরও বেশ কিছু একাঙ্ক আবৃত্তি, নাচ ও গানের অনুষ্ঠানের মধ্যে দিয়ে কলাম্বাসের বাঙ্গালী কচিকাঁচারা সবাইকে মুগ্ধ করে।
সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ২০২৩ সালটিকে ভারতবর্ষের স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে অমৃত বছর হিসেবে ঘোষণা করেছেন। অনুষ্ঠানের দ্বিতীয়ার্ধে ভারতীয় বংশোদ্ভূত প্রবাসী বাঙালীরা ভারতের ৭৩তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে শ্রীমতী সুনন্দিতা দেবের পরিচালনায় একটি নৃত্য আলেখ্য পরিবেশন করেন। আবেগাপ্লুত দর্শকবৃন্দ শিশুশিল্পীদের ভূয়সী প্রশংসা করেন। এরপর সাই নৃত্য সঙ্গমের একদল ছাত্রছাত্রী শ্রীমতী নারায়ণী মুখার্জীর পরিচালনায় এক অনন্যসুন্দর নৃত্যের ডালি নিয়ে আসে।
অবশেষে রাতের খাবারের এক বিপুল আয়োজনে সবাই মনোনিবেশ করে। এক পরিতৃপ্তির হাসি লেগে থাকে আট থেকে আশি সবার মুখে। বহু নবাগত বাঙ্গালী পরিবার আবারো এই অনুষ্ঠানের মাধ্যমে ওহাইওর বাঙ্গালী সংস্কৃতির সাথে সাথে নিজেদের শিকড়ের গন্ধ খুঁজে পান। এই আনন্দঘন মিলন অনুষ্ঠানের সুচারু সমাপনের সমস্ত কৃতিত্ব শ্রীমতি দেওঘরিয়া উপস্থিত জনতার উদ্দ্যেশেই তুলে দেন। তিনি বলেন, “এই উদ্যোগের সবচেয়ে বড় সার্থকতা মানুষের অনাবিল আন্তরিকতায়”! তিনি আরও জানিয়েছেন যে স্থানীয় সমস্ত বাঙালী তথা অবাঙালী মানুষের এই অদম্য উৎসাহ ও সৃষ্টিশীলতার অপূর্ব মেলবন্ধনে প্রয়াসের প্রত্যেকে কৃতজ্ঞ ও অভিভূত!
আপনার মতামত লিখুন :