‘ইন্ডিয়ান বিস্ট্রো এন্ড চায়না হাউস’ উদ্বোধন


ওহাইও সংবাদ প্রকাশের সময় : ফেব্রুয়ারি ৯, ২০২৩, ১১:৫৯ অপরাহ্ণ /
‘ইন্ডিয়ান বিস্ট্রো এন্ড চায়না হাউস’ উদ্বোধন

ওহাইও সংবাদ : গত শনিবার (১৪ জানুয়ারী) ওহাইওর কলম্বাসে বাংলাদেশি মালিকানাধীন রেস্টুরেন্ট ইন্ডিয়ান বিস্ট্রো এন্ড চায়না হাউস এর উদ্বোধন হয়। ইন্ডিয়ান ও চায়নীজ সব ধরনের খাবারের সমারহ নিয়ে পথ চলা শুরু করেছে রেস্টুরেন্টটি। রেস্টুরেন্টের কর্ণধার বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দ মোনোয়ার ও মিসেজ শিউলি দম্পতি বলেন, ভোক্তাদের সন্তুষ্টিই আমাদের একমাত্র লক্ষ্য। এখানে একসঙ্গে একশ দশজন ঘরোয়া পরিবেশে বসে অত্যান্ত মনোরম পরিবেশে খাবার উপভোগ করার সুব্যবস্থা আছে।


উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গ ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা ইন্ডিয়ান বিস্ট্রো এন্ড চায়না হাউস এর পাসে থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। রেস্টুরেন্টের খাবার তালিকায় রয়েছে ইন্ডিয়ান ও চায়নীজসহ মজাদার খাবারের আইটেম। আগত অতিথিরা রেস্টুরেন্টটির খাবারের প্রশংসার সাথে সাথে সফলতা কামনা করেন।

সৈয়দ মোনোয়ার ও মিসেজ শিউলি এক সফল ব্যবসায়ী দম্পতি তাদের অনান্য প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে গ্রোসারি শপ বিডি ইন্টারন্যাশনাল মার্কেট, সি এমএস ক্লাথিং, হালাল চায়না বিস্ট্রো ও ইন্ডিয়ান বিস্ট্রো এন্ড চায়না হাউস। এছাড়া বিয়ে, জন্মদিন, গ্রজুয়েশন পার্টি সহ সামাজিক যে কোন অনুষ্ঠানে ক্যাটারিং করে থাকে এই দম্পতি।