বাকো আয়োজনে গ্রামবাংলার ঐহিত্যবাহী পিঠা মেলা


ওহাইও সংবাদ প্রকাশের সময় : ফেব্রুয়ারি ৯, ২০২৩, ১১:৪৫ অপরাহ্ণ /
বাকো আয়োজনে গ্রামবাংলার ঐহিত্যবাহী পিঠা মেলা

ওহাইও সংবাদ : উৎসব মুখর আয়োজনে গত ১৪ জানুয়ারি শনিবার সন্ধ্যায় বাংলাদেশ অ্যাসোসিয়েশান অফ সেন্ট্রাল ওহাইও(বাকো) আয়োজনে ড্যানিয়েল রাইট এলিমেন্টট্রি স্কুলে অনুষ্ঠিত হল গ্রামবাংলার ঐহিত্যবাহী পিঠা মেলা।

করোনার পর এই বছরেই প্রথম কলম্বাসে অনুষ্ঠিত হলো গ্রামবাংলার ঐহিত্যবাহী পিঠা মেলা। কনকনে শীত উপেক্ষা করে বিপুল প্রবাসী বাংলাদেশি ও ভারতীদের উপচেপড়া ভিড় ছিল এ মেলাতে। অনুষ্ঠানের মঞ্চে ছিল জমজমাট সাংস্কৃতিক পরিবেশনা। পিঠার স্বাদ ও মঞ্চের পরিবেশনায় উৎসবজুড়ে তৈরি হয় বাঙালির চিরচেনা এক আবহ, সাথে ছিল বাহারী রকমের পিঠা খাওয়ার ধুম।

পিঠা মেলার বিভিন্ন স্টলে ছিল বাংলাদেশের গ্রামবাংলার ঐতিহ্যবাহী পুলি, ভাপা, চিতই, পাটিসাপটা, নকশা, শামুক, ডিম, মিঠা, ক্ষীরপুলি, নারিকেল পুলি, আনারকলি, দুধসাগর প্রভৃতি নামে পিঠার সমারোহ। লম্বা লাইনে দাঁড়িয়ে সুস্বাদু পিঠা খান প্রবাসীরা। পিঠা ষ্টল এর পাশাপাশি কাপড়ের ষ্টল বসে ড্যানিয়েল রাইট এলিমেন্টট্রি স্কুল প্রঙ্গনে। সুস্বাদু পিঠা ও কাপড় কেনার মধ্যে ব্যাস্ত সময় পার করে প্রবাসীরা।

সাইফ খান ও আতিনার উপস্থাপনায় মঞ্চে পরিবেশিত হয় নাচ, গান, কবিতা আবৃওি, ফ্যাশান শো ও কুইজ প্রতিযোগিতা। এছাড়া শিশুদের জন্য চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শুরুতে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ অ্যাসোসিয়েশান অফ সেন্ট্রাল ওহাইও(বাকো) সংস্কৃতিক সম্পাদক ও ওহাইও সংবাদ এর প্রকাশক তানিয়া সিদ্দীকা প্রিয়া ও শুভেচ্ছা বক্তব্য দেন সাধারন সম্পাদক সারওয়ার খান। সর্বশেষ পুরস্কার বিতরণের মাধ্যমে পিঠা মেলা সমাপ্তি ঘোষনা করা হয়।