কাপা আয়োজনে গজল সন্ধ্যা অনুষ্ঠিত


ওহাইও সংবাদ প্রকাশের সময় : ফেব্রুয়ারি ৯, ২০২৩, ১১:২০ অপরাহ্ণ /
কাপা আয়োজনে গজল সন্ধ্যা অনুষ্ঠিত

ওহাইও সংবাদ : গত শনিবার (২১ শে জানুয়ারী) কমিউনিটি অ্যাসোসিয়েশন অফ পাকিস্তানি আমেরিকান (CAPA) আয়োজনে গজল সন্ধ্যা অনুষ্ঠিত হয় ওয়াটার ব্রীজ এর বল রুমে। মনমুগ্ধকর এক আয়োজন ছিল পাকিস্তানি কমিউনিটির। সন্ধ্যা ৬ টার পর থেকে একের পর এক পরিবার এসে জড়ো হয় ওয়াটার ব্রীজ বল রুমে। কিছু সময়ের মধ্যে স্থানীয় পাকিস্তানী আমেরিকাদের মিলন মেলার পরিনত হয় গোটা হলরুম। অনুষ্ঠানের শুরুতে পাকিস্তানি কমিউনিটির বিশিষ্ট ব্যাক্তি বর্গ গুনিজনদের সন্মাননা প্রদান করেন গজল সন্ধ্যা আয়োজক কমিটি।

গজল হল শব্দের বাগান, প্রতিটি লাইন একটি ফুল, প্রতিটি শব্দ একটি পাপড়ি এবং প্রতিটি আবেগ একটি সুবাস আর এই সুবাস ছড়ায় জনপ্রিয় পাকিস্তানি গজল শিল্পী সাদিয়া মালিক। এরপর একের পর এক জনপ্রিয় গজল গেয়ে প্রবাসী পাকিস্তানী আমেরিকান দর্শকদের মাতিয়ে তোলেন সাদিয়া মালিক। এ সময় গানের তালে নাচতে থাকেন শিশু কিশোর ও বিভিন্ন বয়সের পাকিস্তানী আমেরিকান প্রবাসী। উত্তর আমেরিকার (কলম্বাস ওহাইও) সমস্ত পাকিস্তানী আমেরিকান সহ এই ইভেন্টটিকে সফল করার জন্য স্পনসর, আয়োজক, কাপা গজল নাইটের অংশগ্রহণকারী সকলের প্রতি কৃতজ্ঞতা জানায় কাপার সভাপতি আমজেদ বেগ।