ওহাইও সংবাদ : সেন্ট্রাল ওহাইও বেঙ্গলী কালচারাল এসোসিয়েশন(COBCA) এর আয়োজনে হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা উদযাপিত হয়। ধর্মীয় বিধান অনুসারে মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে সাদা রাজহাঁসে চড়ে বিদ্যা ও জ্ঞানদাত্রী দেবী সরস্বতী পৃথিবীতে আসেন।
গত শনিবার (২৮ জানুয়ারি) নর্থল্যান্ড হাই স্কুলে বিদ্যাদেবী সরস্বতী পূজার আয়োজন করে সেন্ট্রাল ওহাইও বেঙ্গলী কালচারাল এসোসিয়েশন(COBCA)। ঐ দিন সকাল থেকে হিন্দু সম্প্রদায়ের প্রবাসীরা দলে দলে গিয়ে পূজা ও অঞ্জলিতে অংশ নেন। দেবীর পায়ে অঞ্জলি আর দর্শনের পাশাপাশি বিশ্ববাসীর সুখ ও শান্তি কামনা করে প্রার্থনা করেন প্রবাসীরা। প্রবাসীদের উপচেপড়া ভিড় ছিল এ উৎসবে। আবহমান বাঙালির অসাম্প্রদায়িক সাংস্কৃতিক ঐতিহ্য ধারণ করে হিন্দুদের পাশাপাশি অন্য ধর্মাবলম্বী মানুষও উৎসবে যোগদেন।
বিদ্যাদেবী সরস্বতী পূজা উৎসব আয়োজনে ছিল পূজা, পুষ্পাঞ্জলী, শিশুদের হাতেখড়ি, ছবি আঁকা, সাইন্স এক্সিবিশন, বিংগো গেম, ফেস পেইন্টিং, সাংস্কৃতিক অনুষ্ঠান, শিশু ও বড়দের কুইজ প্রতিযোগিতা। বিদ্যাদেবী সরস্বতী পূজার সার্বিক আয়োজনে ছিলেন সেন্ট্রাল ওহাইও বেঙ্গলী কালচারাল এসোসিয়েশন এর সভাপতি পথিকৃত মুখার্জি, সহ-সভাপতি বিশ্বজিৎ সাহা, সাধারন সম্পাদক সৌরভ রায় চৌধুরী, কোষাধ্যক্ষ প্রবীর সরকার, সাংস্কৃতিক সম্পাদক অরুপ আতার্থি, সদস্য চুমকী মুখার্জি, শিবাজী ঘোষ, মৌলিশুভ্র দত্ত ও অমর সরকার।
সেন্ট্রাল ওহাইও বেঙ্গলী কালচারাল এসোসিয়েশন এর সভাপতি পথিকৃত মুখাজি এর সাথে কথা হয় ওহাইও সংবাদ এর তিনি বলেন, দেশের মাটিতে পা রাখতে না পারলেও ওহাইওর সনাতন ধর্মাবলম্বী প্রবাসী বাঙ্গালিরা বিদ্যাদেবী সরস্বতী পূজা উৎসব ঘিরে মেতে উঠেছেন আনন্দ উৎসবে, তিনি আরো বলেন নব প্রজন্মের কাছে ধর্মীয় ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরাই আমাদের এই আয়োজন। সারাদিন মুখরোচক খাবারের অয়োজন ছিল এ উৎসবে। ডিনার শেষে বিদ্যাদেবী সরস্বতী পূজার সমাপ্তি ঘোষনা করেন সেন্ট্রাল ওহাইও বেঙ্গলী কালচারাল এসোসিয়েশন এর সভাপতি পথিকৃত মুখার্জি।
আপনার মতামত লিখুন :