Waterfall Photography


ওহাইও সংবাদ প্রকাশের সময় : ফেব্রুয়ারি ৯, ২০২৩, ১০:১৮ অপরাহ্ণ /
Waterfall Photography

আহমাদ তানীম কামাল

সেই ২০০৯ এ প্রথম হকিং হিলসে যাই। কমিউনিটির একটা পিকনিক ছিল। পুরো এলাকা ঘুরে অনেক মজা পেয়েছিলাম । তার বেশ কিছুদিন পর ক্যামেরা নিয়ে হাজির হলাম এবং Waterfall এর কিছু ছবি তুললাম। বাসায় এসে রাতে একটা ছবি আপলোড করলাম National Geographic এর ওয়েব সাইডে। সকালে ঘুম থেকে উঠে দেখি আমার ছবিটা প্রথম সহান দখল করে আছে। অনেক কমেনটস আর লাইকিস ।

আমার তখন খুব আনন্দ লাগছিল। তারপর থেকে ৩৫-৪০ বার হকিং হিলস এ গেছি। আমরা প্রায়ই বিভিন্ন জায়গায় যাই। যদি সেখানে কোনো Waterfalls থেকে থাকে তখন আমরা সেই ছবি তুলতে চাই। কিন্তু তোলার পর কখনো ছবি ভাল লাগে আবার মনে হয় ছবিটা মন মত হয় নাই। তার কারণ হলো ছবি তোলার জ্ঞানের অভাব বা সঠিক gear ব্যবহার না করা। তাই Waterfall ছবি কিভাবে তুলতে হয় সেই ধারনাই আপনাদের দেবার চেষ্টা করব।

Camera settings : ১- Shutter speed : এই বিষয়ে কথা বলার আগে একটা বিষয় আপনাদের শেয়ার করি। যারা মোবাইল দিয়ে Waterfalls এর ছবি তুলে থাকেন তারা অনেকেই দেখেছেন তাদের ছবিতে পানি freeze হয়ে থাকে যা প্রফেশনালদের মত লাগে না । প্রফেশনালদের ছবিতে পানির বহতা (motion)লক্ষ করা যায়। যখন মোবাইলে ছবি তোলা হয় তখন ক্যামেরার Shutter Speed অনেক High থাকে যা পানিকে freeze করে ফেলে। তাই আমরা Slow Shutter Speed এ ছবি তুলবো। এক্ষেএে আমরা ১-৩০ সেকেন্ড বা তারও বেশি সময় ধরে ছবি তুলতে পারি ( বিশেষ ক্ষেএে)। যা পানিকে বেশি smooth/soft/silky দেখায়।

২- ISO: ক্যামেরার মডেলের উপর নির্ভর করে ISO নাম্বারটা ব্যবহার করে থাকি। সাধারনত ISO কে কম নাম্বারে রেখে এই ধরনের ছবি তোলা হয়। বেশিরভাগ ক্ষেএে ISO 100 তে রেখেই ছবি তোলা হয়। কোনো কোনো মডেলে ISO 50 পর্যন্ত পাওয়া যায় তাও আমরা ব্যবহার করতে পারি।

৩- Aperture: Aperture কে আমরা f- stop দিয়ে চিনে থাকি । Waterfalls এর ক্ষেএে আমরা বড় নাম্বারটাই ব্যবহার করে থাকি। যাতে foreground, mid ground and background ভালোভাবে Focus এ থাকে । তাই Aperture নাম্বারটা 11-16 পর্যন্ত ব্যবহার করে থাকি। কোনো কোনো ক্ষেএে বেশি নাম্বারও ব্যবহার করা হয়।

৪- Tripod: আমরা আগেই জেনেছি Slow Shutter Speed ব্যবহারের ক্ষেএে Tripod খুব জরুরি । যদি পানির motion বা পানিকে smooth/ soft করতে চান তার জন্যই Tripod ব্যবহার করা জরুরি । Tripod ব্যবহার না করলে ছবি Blur হয়ে যায়। যার কারনে ছবির Sharpness নষ্ট হয়।

৫-ND Filter: বেশিরভাগ Waterfalls ছবির ক্ষেএে Neutral Density Filter ব্যবহার করতে হয়। ND Filter হলো আমাদের Sunglasses এর মত। Sunglasses ব্যবহারে যেমন চোখে কম আলো প্রবেশ করে ঠিক তেমনি ND Filter ব্যবহারে ক্যামেরাতেও আলো কম প্রবেশ করে। তাই খুব সহজে Slower Shutter Speed ব্যবহার করা যায়। নতুন Olympus OM System (OM -1 এবং OM -5 ) ক্যামরাতে settings এর ভিতরে ND Filter option আছে যার ফলে আপনাকে নতুন করে ND Filter বাইরের থেকে কিনতে হবে না।

৬- লেন্স – সাধারনত Wide Angle / Telephoto লেন্স ব্যবহার করা হয়। আমি Canon 16-35mm f 2.8 Mark ii এবং Canon 70-200mm f 2.8 ব্যবহার করে থাকি। শেষ করার আগে একটা চিপস দিতে চাই তা হলো Spring এ Waterfalls এর ছবি তোলার উপযুক্ত সময়।