বাংলাদেশী আমেরিকান চিত্র শিল্পী দিনা জামান


ওহাইও সংবাদ প্রকাশের সময় : ফেব্রুয়ারি ৯, ২০২৩, ৯:৪৫ অপরাহ্ণ /
বাংলাদেশী আমেরিকান চিত্র শিল্পী দিনা জামান

গ্রন্হনা ও উপস্থাপনা : সারওয়ার খান

বিশিষ্ট Roy G BIV Gallery তাদের প্রকাশনার মুখোবন্দে লিখেছে “Dina Zaman is a Bangladesi American Visual Artist. Her life long Art journey is strongly inspired by female life and nature”. দিনা জামান একজন ফ্রিল্যান্স আর্টিষ্ট। বর্তমানে মূলত গল্প নির্ভর ফিগারেটিভ ওয়ার্ক ও ল্যান্ডস্কেপ নিয়ে কাজ করছেন।

চাঁদপুর থেকে এসএসসি পাশ করে ঢাকা সিটি কলেজ থেকে ৯৫ সালে এইচএসসি শেষ করেন। ছোট বেলা থেকেই ছবি আকার নেশা। বড় বোনের উৎসাহ ও সাহসে এইচএসসি পরবর্তী ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় ভর্তি হন। শুরু হলো স্বপ্ন যাত্রার হাতে খড়ি। অতি নিষ্ঠার সাথে সুযোগ্য শিক্ষকদের আন্তরিক তত্ত্বাবধানে ড্রয়িং এন্ড পেইন্টিং ডিপান্টমেন্ট থেকে একাডেমিক কারিকুলাম এর চার বছরের ব্যাচেলার কোর্স শেষ করেন ২০০০ সালে।

পরবর্তীতে ২০০৫ এ বৈবাহিক সূত্রে চলে আসেন সদুর আমেরিকায়। অস্থায়ী ঠিকানা হয় অঙ্গ রাজ্য ইন্ডিয়ানায়। ২০০৭ এ জন্ম হয় ছেলে রাহিদ এর। নতুন পরিবেশ, সংসার, সন্তান। এরি মাঝেও শিল্পী সত্তার বিকাশ হতে থাকে। চারিধারের পরিবেশ, মানুষ তার মননে পোট্রেট হয়ে বিকশিত হতে থাকে। ২০০৯ এ জন্ম হয় মেয়ে মেহেরুন এর। আবার অস্থায়ী ঠিকানা ওহাইও এর ক্লিভল্যান্ড। ইন্ডিয়ানায় থাকা কালীন যেমন দেখেছেন সাদা আমেরিকানদের সাধারন জীবনাচার। তেমনি ক্লিভল্যান্ড এসে দেখেছেন কাল আমেরিকানদের শহুরে জীবনাচার। যা পরবর্তীতে তার শিল্প চর্চায়েও প্রভাব বিস্তার করেছে।

বাংলাদেশে থাকা কালীন যেমন স্কলাষ্টিকা, ইউরোপিয়ান ষ্ট্যাণ্ডার্ড স্কুলে শিক্ষকতা করেছেন, তেমনি গীতিময় ললিতকলা একাডেমীর সাথে শিক্ষক হিসাবে যুক্ত ছিলেন অনেক দিন। চারুকলায় অধ্যায়ন কালীন সময়েই প্রদর্শনী করেছেন ঢাকায়। ২০০৬ সালে প্রথম তার একক চিত্র প্রদর্শনী হয়। এরপর দীর্ঘ বিরতি নিয়ে পুনরায় চিত্র প্রদর্শনী হয় আমেরিকার ইন্ডিয়ানায়। দ্বিতীয় একক চিত্র প্রদর্শনী হয় ২০১৯ এ Delaware আমেরিকাতে। তারপর থেকে টানা গ্রুপ প্রদর্শনী করে যাচ্ছেন শিল্পী। আমেরিকার বিভিন্ন শহরে গ্যালারী ঘুরেঘুরে দেখেছেন, শিখেছেন। শিল্পের বিকাশের বিভিন্ন ধারায় নিজের অভিজ্ঞতাকে করেছেন আরও পরিশালীত।

মা দিনা জামান ও ছেলে রাহিদ উভয়েরই শিল্পী মনের মিল, একসাথে বিভিন্ন শহরের গ্যালারি ঘুরে ঘুরে দেখবার অনুপ্রেরনা যুগিয়েছে। ছেলে রাহিদ জামান যুক্তরাষ্ট্রে অনুর্ধ ১৫ জাতীয় ক্রিকেট লীগে প্রথম বাংলাদেশী অলরাউন্ডার হিসাবে অন্তর্ভুক্ত হয়েছে। রঙ তুলি আর ব্যাট বলের শিল্পী মা ছেলের বিকাশ প্যানডেমিক এর সময় কিছুটা স্লোথ হলেও চর্চা কিন্তূ থেমে থাকেনি।

২০২২ এ প্যানডেমিক পরবর্তি উল্লেখযোগ্য আইরিশ ফেষ্টিভেল, যা কলম্বাস ডাবলিন ও আয়ারল্যান্ড এর যৌথ ব্যাবস্থাপনায় উয্যাপিত হয়। সেই ফেষ্টিভেলের Joint Exibition এর আর্ট কম্পিটিশনে দিনা জামানের “Majestic Glow on Christ Church Cathedral” ছবিটি প্রথম পুরস্কারের সম্মান অর্জন করে।

দীর্ঘ প্রায় বিশ বছর তেল রঙ (Oil Painting) নিয়ে কাজ করলেও ইদানিং চারকোল ও একরেলিক এর কাজে মনোনিবেশ করেছেন। প্যানডেমিক এর কিছুটা সময় কাজের পরিকল্পনায় পরিবর্তন এনে সমসাময়িক ধারনাগত রুপান্তরে নিজেকে সমৃদ্ধ করেছেন।
বেশ অনেক গুলো প্রদর্শনীতে অংশ গ্রহন করেছেন দিনা জামান। তনমধ্যে উল্লেখযোগ্য, নিউ ইয়র্ক ভিত্তিক বাংলাদেশী আর্টিষ্ট ফোরামও নিউ ইয়র্ক ওয়ান কিউরেটর অন্যতম। কলম্বাস এর Short North Art District ও Frankincense Art District এর প্রদর্শনীতেও নিজের কাজ প্রদর্শন করেছেন।

সম্প্রতি বাংলাদেশ ভ্রমনে যেয়ে চাঁদপুরের মাতৃপিঠ স্কুলের শত বছর পুর্তিতে অনুষ্ঠানের অয়োজক কর্তৃপক্ষের কাছ থেকে সম্মাননায় ভূষিত হয়েছেন। চাঁদপুর থেকে প্রকাশিত চাঁদপুর প্রতিদিন এ তার সাক্ষাতকার ছাপিয়ে তাকে সম্মানিত করেছে। ইলেকট্রনিক মিডিয়ায় NTV তার জীবন ও কাজ নিয়ে চমৎকার একটি ইন্টারভিউ প্রচার করেছে সেসময়। এছাড়াও নিউ ইয়র্ক থেকে প্রকাশিত সাপ্তাহিক বাঙ্গালি পত্রিকায় বাংলাদেশী আমেরিকান আর্টিস্ট ফোরামের ৩৪ জন শিল্পীর চিত্র কর্মের প্রদর্শনীর প্রতিবেদনে দিনা জামানের প্রদর্শিত চিত্র শিল্পের ভূয়োসী প্রসংশা করা হয়েছে।

দিনা জামান তার সন্তানদ্বয় ও ব্যাংকার স্বামী মি: শাহেদ জামান সহ দেলেওয়ার এর মনোমুগ্ধকর পরিবেশে নিজ বাড়িতে নিজস্ব ভুবনে চমৎকার ষ্টুডিও গড়ে তুলেছেন। তিনি Delaware Artist Guild এরও সম্মানীত সদস্যও। সম্প্রতি Art Castle, Delaware, Ohio তে এই গ্রুপের একটি প্রদর্শনী শেষ হয়েছে। সেখানে প্রদর্শিত তারশিল্প কর্ম স্থানীয় শিল্প বোদ্ধাদের যথেষ্ট প্রসংসা কুড়িয়েছে এবং স্থানীয় শিল্প সংগ্রাহকরা আগ্রহ নিয়ে তার বেশ কয়েকটি শিল্প কর্ম সংগ্রহ করেছেন। তাদের মধ্যে স্থানীয় ব্যাবসায়ী Roma Barickman অন্যতম।

ভবিষ্যত পরিকল্পনায় বাংলাদেশে প্রদর্শনী করবার ইচ্ছা জানালেন। ‘Women Sole and Journey’ এর বিষয় বস্তুর উপর আরও বিস্তারির কাজের আশা রাখেন। বিশ্বব্যাপী উল্লেখযোগ্য জায়গায় ভ্রমন করে বিষয়বস্তু নিজের মাঝে ধারন করে ক্যানভাসে সফল ভাবে ফুটিয়ে তোলার অদম্য বাসনার কথা জানালেন। সন্তানদ্বয় ও স্বামী মি: জামান সকলেই তার কাজ ও কাজের প্রতি মনোনিবেশে সর্বাত্মক সহযোগিতা ও উৎসাহ দিয়ে থাকেন। ছোটদের নিয়ে তার কাজের পরিকল্পনার কথাও জানা গেল। আসছে স্প্রিং মৌসুমে Creat Foundation এর মাধ্যমে বাচ্চাদের চিত্র কলা শেখানোর পরিকল্পনা আছে। আমেরিকাতে ‘Women Children and Senior Citizen’ কে নিয়ে কাজ করে এমন চারটি Nonprofit সংস্থার সাথে শিল্পী Volunteer হিসাবে কাজ শুরু করেছেন সম্প্রতি।

প্রকৃতি ও জীবন নিয়ে আরও নিবিড় ভাবে শিল্প চর্চার অদম্য বাসনাশিল্পীর। এই বাসনার বাস্তবায়নে একা নিরিবিলিতে নিভৃতে নিজেকেও শিল্প চর্চাকে অনেক সময় দিয়ে দেশ ও সমাজকে আরো ভাল কিছু উপহার দিতে চান শিল্পী দিনা জামান।