তুরস্কে চিকিৎসক ও উদ্ধারকারী দল পাঠাচ্ছে বাংলাদেশ


ওহাইও সংবাদ প্রকাশের সময় : ফেব্রুয়ারি ৮, ২০২৩, ১:১৭ পূর্বাহ্ণ /
তুরস্কে চিকিৎসক ও উদ্ধারকারী দল পাঠাচ্ছে বাংলাদেশ

ওহাইও সংবাদ : তুরস্কে ভূমিকম্পে হতাহতদের উদ্ধার ও চিকিৎসার জন্য চিকিৎসক ও উদ্ধারকারী দল পাঠাচ্ছে বাংলাদেশ। আগামীকাল বুধবার তাঁরা তুরস্কের উদ্দেশ্যে বাংলাদেশ ছাড়বেন।

মঙ্গলবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে।

১০ সদস্যের উদ্ধারকারী দলে বাংলাদেশ সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের পাঁচজন করে সদস্য থাকবেন। এছাড়া চিকিৎসা সহায়তা দিতে ডাক্তার-নার্সের সমন্বয়ে একটি মেডিক্যাল দলও তুরস্কে যাচ্ছে।

সূত্রটি জানায়, বাংলাদেশ বিমানবাহিনীর একটি বিমানে (সি-১৩০) দল দু’টি কাল বুধবার তুরস্ক যাবে। বর্তমানে দল দু’টিতে কারা থাকবেন, কী কী সরঞ্জাম, উপকরণ ও চিকিৎসাসামগ্রী পাঠানো হবে তা ঠিক করা নিয়ে কাজ চলছে।

সোমবার (০৬ ফেব্রুয়ারি) স্থানীয় সময় ভোর ৪টা ১৭ মিনিটের দিকে তুরস্কের গাজিয়ানটেপ শহরের কাছে ১৭ দশমিক ৯ কিলোমিটার গভীরতায় ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পের কেন্দ্রস্থলটি গাজিয়ানটেপ প্রদেশের নুরদাগি থেকে ২৩ কিলোমিটার পূর্ব দিকে ছিল। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৭.৮।