ওহাইও সংবাদ : চীন শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্র নয়, বেলুন উড়িয়ে লাতিন আমেরিকার দেশগুলোতেও নজরদারি করছে বলে জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। তবে কোন দেশে, কখন বেলুনটি উড়ছে সেসব বিষয়ে কিছুই জানায়নি পেন্টাগন।
শুক্রবার (০৩ ফেব্রুয়ারি) পেন্টাগনের মুখপাত্র প্যাট রাইডার বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।
প্যাট রাইডার বলেন, ‘যুক্তরাষ্ট্রের মতো লাতিন আমেরিকার আকাশেও সন্দেহজনক বেলুন উড়ছে বলে আমরা খবর পেয়েছি। আমরা ধারণা করছি, এটি আরেকটি চীনা গোয়েন্দা বেলুন।’
এর আগে বুধবার যুক্তরাষ্ট্রের মন্টানা রাজ্যের সংবেদনশীল এলাকার ওপর দিয়ে উড়ে যেতে দেখা গেছে চীনের একটি নজরদারি বেলুন। এর আগে বেলুনটি আলাস্কার অ্যালেউটিয়ান দ্বীপপুঞ্জ ও কানাডার মধ্য দিয়েও উড়েছিল। যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকর্তারা বেলুনটিকে দেখার পর গুলি করার সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে শেষ মুহূর্তে সিদ্ধান্তে থেকে সরে এসেছেন। যদিও চীন দাবি করেছে মার্কিন আকাশে বেলুনটি আবহাওয়া পর্যবেক্ষণ যন্ত্র ছিল।
চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, মূলত আবহাওয়া পর্যবেক্ষণের জন্য ব্যবহার করা হয়। তবে বেলুনটি এর নির্ধারিত পথ থেকে সরে গেছে। যুক্তরাষ্ট্রের আকাশে বেলুনটির অনাকাঙ্ক্ষিত ঢুকে পড়ার জন্য চীন দুঃখিত।
তবে মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তারা বলেছেন, তাঁরা মনে করেন এই বেলুন আসলে অনেক ওপর দিয়ে উড়ে যাওয়া নজরদারি যন্ত্র।
আপনার মতামত লিখুন :