রুদ্র পলাশ
বহুদিন তোমাকে লেখা হয়না
বহুদিন যে তোমাকে ভাবিনি-
এমনটি নয়।
তোমাকে ভাবছি
তোমাকে ভাবাচ্ছি
এভাবেই চলছে সব-
বছরের শেষ দিন গুলতে
তোমাকে খুব বেশি মনে পড়ছে,
কেমন আছো তুমি?
মাধুকরী।
বহুদিন পড় তোমাকে লিখছি,
এখানে এখন বরফের চাদরে ঢাকা চারিপাশ।
সবুজের দেখা নেই, নেড়া গাছের ডালে পাখিরাও বসেনা, শুধু বরফ আর বরফ।
আমি যখন তোমাকে লিখছি –
তোমার ওখানে মধ্যরাত, ঘুম চাদরে তুমি এখন স্বপ্নের দেশে,
কি যে এক শিশুর মত লাগে তোমাকে-
তুমি ঘুমিয়ে গেলে
আমি মুগ্ধতায় চেয়ে থাকি
তোমাকে দেখার স্বাদ মেটেনা আমার।
এখানে আবহাওয়া মাইনাস শূন্যে চলে এসেছে
মেঘলা আধার সূর্যের দেখা নেই
তুষার সাইক্লোন চলছে,
মৃত্যুর সাথে বোঝাপড়া অবিরাম।
তোমাকে খুব মনে পড়ছে-
তোমার ওখানে শীত আসছে,
বছরের শেষ দিনগুল
কত আয়োজন, কত কিছুর বদলে যাওয়া।
তোমার মনে আছে এমন দিন গুলোতে আমরা
নগড়ীর সস্তা দোকানের ফুটপাত ধরে
গড়ম কাপড়ের খোঁজে সমস্ত এলাকা চসে বেরিয়েছি
তুমি বিরক্ত হতে,
মানুষ আর মুখশের মানুষ
খোলা হাঁতের কারসাজি।
তারচেয়ে ভালো ধোঁয়া ওঠা চায়ের কাপে ডুবে যাওয়া
অথবা গড়ম গড়ম পিঠা, পিয়াজু, ডালপুরি।
স্বল্প আয়ের আমাদের সংষার বড় হয়েছে
ছেলে মেয়েদের ভাবনা তোমাকে আচ্ছন্ন করে রাখে
দুটো পয়সা বাঁচিয়ে রাখার চেষ্টাতে নিজেকে ভুলে গেছো বহু আগে,
আগোছালো বেহিসেবি আমি জোড়াতালির সংষারে
বছরের শেষদিন টাকে সাজাবার কত চেষ্টা।
৩১ শে ডীসেম্বর
মাধুকরী তোমার জন্মদিন।
তোমার মনে আছে বিয়ের প্রথম শীতে অমরা যখন সাগড় ছেরে ফিরছিলাম
নাইট কোচে ঠিক রাত বারোটা বাজলে আমরা কেক কেটেছিলাম,
তোমার জন্মদিনের কেক
যাত্রীরা ভেবেছিল নতুন বছরের আনন্দে
তোমার লাজুক চোখের মুগ্ধতা এখনো আমাকে আলোড়িত করে,
আজ বছরের শেষদিন
তোমার ভাবনা আমাকে আচ্ছন্ন করে রেখেছে
আমি তোমাকে ভাবছি, আমি তোমাকে লিখছি
তোমার নতুন বছর হোক আরো সমৃদ্ধির
তোমার নতুন বছর হোক আরো আনন্দের
তোমার নতুন বছর হোক আরো সাফল্যের
এই প্রত্যাশে
শুভ জন্মদিন মাধুকরী
শুভ প্রত্যাশা নতুন বছরের।।
আপনার মতামত লিখুন :