◆◆◆◆◆
আলিমুল ইসলাম
আমি ওপারেতে অপেক্ষা করবো
এপারের কিছু চাওয়া অমিমাংসিত রেখে,
তুমিতো ধ্রুব নও
চলে এসো ছাঁয়াপথ ভেঙ্গে ভেঙ্গে।।
পথে যদি দেখ কৃষ্ণ গহব্বর,ভয় পেয়না
চলে এসো,তারার আলোয় পথ খুঁজে খুঁজে।
তুমি এলে হবে আমাদের অমরত্বের অভিষেক
শুভ সে ক্ষনে,তোমাকে দেব দুটো শেফালি বিষমতারা,
একটা রেখ নক্ষত্র বিজয়ের প্রীতি উপহারে
আর একটা রেখ এপারের দ্বিধা জয়ের সাদর সম্ভাষণে।
আমি সপ্ত আসমানেতে অপেক্ষা করবো
তোমার স্বপ্ন সারথি হয়ে
তুমিতো শুধু আমার স্বপ্ন নও
চলে এসো সাদা মেঘে ভেসে ভেসে।।
পথে যদি দেখ উল্কা পিন্ড,ভয় পেয়না
চলে এসো,আসমানে-আসমানে পদ চিন্হ এঁকে এঁকে।
তুমি এলে চাঁদকে করবো তোমার কপালের টিপ
শুকতারাটা হবে আমাদের সন্ধ্যা প্রদীপ,
রাতকে করবো তোমার দুচোখের কাজল
নীহারিকারা হবে তোমার শাড়ির আঁচল।
আমি ওপারেতে অপেক্ষা করবো
এপারের কিছু ব্যথা বুকে রেখে,
তুমিতো শুধু আমার ব্যথার কবিতা নও
চলে এসো,তোমার যত না পাওয়া সুখ সঞ্চয়ে রেখে রেখে।।
পথে যদি দেখ উত্তপ্ত মারকিউরী,ভেনাস,ভয় পেয়না
চলে এসো ইউরেনাসের শীতলতা মেখে মেখে।
তুমি এলে সপ্তর্ষীকে করবো তোমার হাতের কাঁকন
কালপুরুষ হবে তোমার খোপার বাঁধন,
অরুনন্ধতীকে করবো তোমার পায়ের নূপুর
ধুমকেতুরা জানাবে তোমাকে সুস্বাগতম।
আমি ওপারেতে অপেক্ষা করবো
এপারে তোমাকে দেখার অনন্ত তৃষা চোখে রেখে,
তুমিতো শুধু ছবি নও
চলে এসো,রক্তে মাংশের মানুষ হয়ে।।
পথে যদি দেখ তুষার হীম বলয় ,ভয় পেয়না
চলে এসো, সূর্যের উত্তাপ গায়ে মেখে মেখে।
তুমি এলে কবিতাদেরকে দেব ছুটি
আকাশ হবে তোমার চোখের নীল,
ধ্রুব তারাকে করবো আমার দুচোখের আলো
সে আলোয় দেখবো তোমায়,সর্বগ্রাসী দৃষ্টি ক্ষুধায়।
এপারের অপেক্ষা শেষে
সদ্য কৈশর পেরোনো সেই আমি হয়ে,
স্পন্দিত বেটলজিউসের মত
ওপারেতে আমি অপেক্ষা করবো।
তুমিতো মরিচীকার মত মিথ্যা নও
চলে এসো,সতেরো কিংবা আঠারোর সেই তুমি হয়ে।
তুমি এলে,আমরা দুজনে চির প্রেমিক-প্রেমিকা হবো মহাকালের বুকে,,,,,,,
আপনার মতামত লিখুন :