ওহাইও সংবাদ : বিশিষ্ট পদার্থ বিজ্ঞানী, ওহাইও ষ্টেট ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট অব এস্ট্রোনমী এর প্রফেসর সুলতানা এন. নাহার এর মুকুটে আরও একটি সাফল্যের পালক সংযোজিত হয়েছে। ইউনেস্কো এর দি ওয়ার্ল্ড একাডেমী অব সায়েন্স (TWAS) ২০২৩ এর পহেলা জানুয়ারি থেকে পদার্থ বিজ্ঞান ক্যাটাগরিতে প্রফেসর নাহারকে ফেলো সম্মানে ভূষিত করেছে।
উল্লেখ্য যে, এ বছর সমগ্র বিশ্ব থেকে ৫০ জনের মধ্যে আমেরিকা থেকে শুধু মাত্র তিন জন এই সম্মানে ভূষিত হয়েছে। এর মধ্যে এমআইটি থেকে একজন, ইউনিভার্সিটি অব ক্যালিফোরনিয়া সানফ্রান্সিসকো থেকে একজন ও ওহাইও ষ্টেট ইউনিভার্সিটি থেকে আমাদের গর্ব প্রফেসর সুলতানা এন. নাহার এই ফেলো সম্মানে ভূষিত হয়েছেন।
ওহাইও এর বাংলাদেশী কমিউনিটি ও ওহাইও সংবাদ পরিবারের পক্ষ থেকে প্রফেসর সুলতানা এন. নাহারকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ।
আপনার মতামত লিখুন :