ক্লিভল্যান্ডে থার্টি ফার্ষ্ট নাইট উদযাপন বাংলাদেশি কমিউনিটির


ওহাইও সংবাদ প্রকাশের সময় : জানুয়ারি ১১, ২০২৩, ১০:৪২ অপরাহ্ণ /
ক্লিভল্যান্ডে থার্টি ফার্ষ্ট নাইট উদযাপন বাংলাদেশি কমিউনিটির

ওহাইও সংবাদ : থার্টি ফার্স্ট নাইট ও ইংরেজি নববর্ষ উদযাপনে মেতেছে গোটা বিশ্ব। পুরোনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে স্বাগত জানাতে বিশ্বব্যাপী পালিত হয় নানা আয়োজন। বাংলাদেশি কমিউনিটির ঠিক তেমনি এক আয়োজন ছিল ক্লিভল্যান্ডের অ্যাক্রন শহরে। প্রবাসের যান্ত্রিক জীবনের মাঝে একটু বিনোদনের আশায় থার্টি ফার্স্ট নাইট উদযাপনের জন্য বন্ধু-পরিবার পরিজন নিয়ে এক মিলন মেলার আয়োজন করে জি. এম. ফাহাদ (পলেন্স), মুনমুন চৌধুরী, মো. এ. সিদ্দিক (জসিম), নিগার সুলতানা, লালন নূর ও রিপা নূর।

প্রবাসী বাংলাদেশি কমিউনিটির থার্টি ফার্স্ট নাইট উদযাপনের জন্য সন্ধ্যা থেকে একের পর এক পরিবার এসে জড়ো হয় স্থানীয় বাংলাদেশি রেস্টুরেন্ট স্যাফরন প্যাচ এর হল রুমে। নতুন বছরকে বরণ করতে সন্ধা ৭ টায় শুরু হয় জাঁকজমক সংস্কৃতিক অনুষ্ঠান। নাচ, গান, কবিতা আবৃত্তি দিয়ে সাজানে হয় পুরা অনুষ্ঠান। তবে পুরা অনুষ্ঠানের মুল আকর্ষণ ছিল নিউ ইয়র্ক থেকে আগত ক্লোজআপ ওয়ান সিজন ৩’র সেরা দশের শিল্পী রুমী। অনুষ্ঠানটি সঞ্চলনার দায়িত্বে ছিলেন রিপা নূর ও লালন নূর।

প্রথমে কবিতা আবৃত্তি দিয়ে শুরু হয় মুল অনুষ্ঠান। এরপর একের পর এক গান ও নাচ পরিবেশনা করেন স্থানীয় শিল্পীবৃন্দ। প্রথম পর্বে স্থানীয় শিল্পীদের পরিবেশনা শেষে ডিনারের জন্য বিরতি দেওয়া হয়। ডিনার শেষে সংগীত পরিবেশনা শুরু করেন ক্লোজআপ ওয়ান তারকা রুমী। রুমী তার জনপ্রিয় গান ”মাটি হব মাটি” দিয়ে পরিবেশনা শুরু করেন, এরপর একের পর এক জনপ্রিয় গান গেয়ে প্রবাসী দর্শকদের মাতিয়ে তোলেন। রুমীর সঙ্গে কন্ঠ মিনিয়ে প্রবাসীরাও গান গাইতে থাকে। এ সময় সবচেয়ে বেশি আনন্দ উপভোগ করেছে শিশুর। রুমীর গানের তালে নাচতে থাকেন শিশু কিশোর ও বিভিন্ন বয়সের প্রবাসী।

আনুষ্ঠানে নৃত্য পরিবেশনা করেন রিদিতা, সুবাহ, নেহা, ও আরশি। কবিতা আবৃত্তি জুবাইদা সারা ইসলাম, সীমা মীম ইসলাম, সউদা হাফসা ইসলাম, কথন নূর ও রিপা নূর। এছাড়া গান পরিশেনা করেন সুভা, আনিশা, ফাহিমা রহমান পলিন, মুনমুন চৌধুরী, নিগার সুলতানা, সাদমান সাকিব, সামিয়া আলম ও জাহিদুল ওয়াহাব রুবেল। সর্বশেষ রাত ১২টা ১ মিনিটে সকলের প্রিয় আপেল খালা কেক কেটে অনুষ্ঠনের সমাপ্তি ঘোষনা করনে।