ওহাইও সংবাদ পত্রিকার মাসিক বৈঠক অনুষ্ঠিত


ওহাইও সংবাদ প্রকাশের সময় : জানুয়ারি ১১, ২০২৩, ১০:০০ অপরাহ্ণ /
ওহাইও সংবাদ পত্রিকার মাসিক বৈঠক অনুষ্ঠিত

ওহাইও সংবাদ : ওহাইও সংবাদ পত্রিকার সম্পাদনা পরিষদের মাসিক বৈঠক কলম্বাসের স্থানীয় একটি অভিজাত রেস্টুরেন্টে এ অনুষ্ঠিত হয়। ওহাইও সংবাদ পত্রিকার সম্পাদক লিটন কবীরের সভাপতিত্বে ও বার্তা সম্পাদক মাহবুবুর রহমানের পরিচালনায়, সভায় স্বাগত বক্তব্য রাখেন ওহাইও সংবাদ পত্রিকার নির্বাহী সম্পাদক সারওয়ার খান। তিনি তার বক্তব্যে ওহাইও সংবাদ পত্রিকার অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন।

তিনি ওহাইও তে বসবাসরত বাংলাদেশী কমিউনিটির সকলকে ধন্যবাদ জানান ওহাইও সংবাদ পত্রিকাকে আন্তরিক ভাবে সহযোগিতা করার জন্য। সম্পাদনা পরিষদ পত্রিকার সামগ্রিক উন্নয়ন ও অগ্রগতিতে সম্পাদক লিটন কবীর কে বিশেষ ভাবে ধন্যবাদ জানান। উক্ত বৈঠকে উপস্থিত ছিলেন ডা. হোসনে আরা শাহীনদা (মুন্নী), ফায়সাল আরাফাত, ফেরদৌস পারভেজ পরশ, ইমরান আহমেদ বাবু, সাইফ খান, ড. মোহাম্মাদ তোহা, লিপিকা দাস (কলম্বাস প্রতিনিধি), মাহবুবা ইয়াসমিন লুনা (পিকারিংটন প্রতিনিধি), তৌহিদ সোহেল (লুইস সেন্টার প্রতিনিধি)।

উক্ত আলোচনা বৈঠকে ওহাইও সংবাদের আগামীর পরিকল্পনা নিয়ে সম্পাদনা পরিষদ বিস্তারিত পর্যালোচনা করেন। সমাপনী বক্তব্যে ওহাইও সংবাদ পত্রিকার সম্পাদক লিটন কবীর সম্পাদনা পরিষদের সম্মানিত সদস্য দের কে পত্রিকার উন্নয়নে ভূমিকা রাখার রাখার জন্য আন্তরিক ভাবে ধন্যবাদ জানান।