ওহাইওতে আর্জেন্টিনার শিরোপা বিজয়ে আনন্দ উল্লাস


ওহাইও সংবাদ প্রকাশের সময় : জানুয়ারি ১১, ২০২৩, ৯:৪১ অপরাহ্ণ /
ওহাইওতে আর্জেন্টিনার শিরোপা বিজয়ে আনন্দ উল্লাস

ক্রীড়া ডেস্ক : ফুটবল বিশ্বকাপ মানেই বাড়তি উত্তেজনা। ফুটবল আসরের সবচেয়ে বড় আয়োজন কাতার বিশ্বকাপ ২০২২ আর্জেনটিনা বনাম ফ্রান্সের মধ্যকার ফাইনাল খেলা। এই আসরের বিশ্ব চ্যাম্পিয়ন হল মেসির দল আর্জেন্টিনা ফুটবল টিম। ফ্রান্সকে পরাজিত করে মেসির দল চ্যাম্পিয়ন হওয়াতে ওহাইও বাংলাদেশি আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে বইছে আনন্দ উল্লাস।

কাতার বিশ্বকাপের ফাইনেল খেলা দেখার জন্য ওহাইও বিশিষ্ট ব্যবসায়ী ও ক্রীড়ামোদী গোলামুর রহমান সুমনের উদ্যোগে টাটল ক্রসিং মলের Scene 75 Entertainment center এর বিশাল পর্দায় খেলা দেখার আয়োজন করা হয়। ওহাইওতে বসবাসরত বাংলাদেশী কমিউনিটির বিপুল সংখ্যক ফুটবল প্রেমি ও অগণিত প্রবাসী বাংলাদেশীরা খেলা দেখতে জড়ো হন। আর্জেনটিনার সমর্থকরা বর্তমান সময়ের বিশ্ব ফুটবলের অন্যতম যাদুকর লিওনেল মেসির ১০ নং জার্সি গায়ে দিয়ে খেলা দেখায় অংশগ্রহণ করে। খেলা দেখার সাথে বিভিন্ন রকমের মুখরোচক খাবারের আয়োজন করা হয়। টান টান উত্তেজনা পূর্ন খেলার পুরাটা সময় দর্শকরা নিজ নিজ দলের সমর্থনে চিৎকার হাততালি দিয়ে মাতিয়ে রাখেন। বাংলাদেশী কমিউনিটির অনেকে পরিবারকে সাথে নিয়ে খেলা দেখতে আসেন। ফাইনাল খেলায় ট্রাইবেকারে আর্জেনটিনার বিজয়ে আর্জেনটাইন সমর্থক দের বিজয় উল্লাসে টাটল মল একখন্ড মিনি বাংলাদেশে পরিণত হয়।

সিবিএসসি (কলম্বাস বুইড়া ফুটবল ক্লাব) এর প্রতিষ্ঠাতা ও ফুটবল প্রেমি মোহাম্মাদ জাফর তায়েব বলেন, ফুটবল ইতিহাসে মেসি তার ক্রীড়া নৈপুণ্যের জন্য স্মরণীয় হয়ে থাকবেন। এছাড়া বাংলাদেশ থেকে উচ্চ শিক্ষা নিতে আসা ঢাকা বিশ্ববিদ্যালয়র সাবেক ছাত্র বর্তমানে ওহাইও বিশ্ববিদ্যালয়র অর্থনীতি বিভাগের এম এ শেষ বর্ষের ছাত্র আশিকুল ইসলাম বিশ্বকাপ ফুটবল ফাইনাল খেলার চমৎকার আয়োজনের জন্য সুমন ভাই কে ধন্যবাদ জানিয়ে বলেন বাংলাদেশী কমিউনিটির বিপুল সংখ্যক মানুষের অংশগ্রহণ যেন মনে হল আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএস সি বসে খেলা দেখছি।। হৈহুল্লড়ের মধ্যদিয়ে শেষ মুহূর্তে পর্যন্ত খেলা উপভোগ করেন ফুটবল প্রেমি ও অগণিত প্রবাসী বাংলাদেশীরা।