বাকাই বাঙালির ওএসইউ ষ্টুডেন্ট এসোসিয়েশনের আয়োজনে বিজয়া সম্মিলনী অনুষ্ঠিত


ওহাইও সংবাদ প্রকাশের সময় : ডিসেম্বর ১৩, ২০২২, ১২:৫১ পূর্বাহ্ণ /
বাকাই বাঙালির ওএসইউ ষ্টুডেন্ট এসোসিয়েশনের আয়োজনে বিজয়া সম্মিলনী অনুষ্ঠিত

ওহাইও সংবাদ : গত শনিবার (১৯ নভেম্বর) বিজয়া সম্মিলনী অনুষ্ঠানের আয়োজন করে বাকাই বাঙালি ওএসইউ ষ্টুডেন্ট এসোসিয়েশন। এই এসোসিয়েশন বাঙালি ছাত্রদের দ্বারা পরিচালিত। বিজয়া সম্মিলনী অনুষ্ঠানের আয়োজন শুরু হয়ে ছিল ২০১৮ সাল থেকে। বিজয়া সম্মিলনী ও সরস্বতী পূজা প্রতি বছর এই দুটি অনুষ্ঠানে আয়োজন করে থাকে বাকাই বাঙালী ষ্টুডেন্ট এসোসিয়েশন।

এবছর দূর্গা পূজা ও দীপাবলীর পারে ওহাইও স্টেট ইউনিভার্সিটির অডিটোরিয়ামে মনোজ্ঞ সংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করে বাকাই বাঙালির ওএসইউ ষ্টুডেন্ট এসোসিয়েশন। অনুষ্ঠানে নাচ, গান, আবৃত্তি ও নাটক পরিবেশন করেন বাকাই বাঙালি ষ্টুডেন্টরা এছাড়া দীপান্বিতা সেনগুপ্ত রায় এবং নারায়ণী মুখার্জি পরিচালনায় নৃত্য দল অংশগ্রাহন কারে। অনুষ্ঠান শেষে সবার জন্য রাতের খাবার পরিবেশন করেন।

বাকাই বাঙালি ওএসইউ ষ্টুডেন্ট এসোসিয়েশন পরিচালনার দ্বায়িত্বে আছেন,
রজত মজুমদার (সভাপতি), মৌলিশুভ্র দত্ত (সম্পাদক), মো.অনিকেত মন্ডল (কোষাধ্যক্ষ), পৌলমী চক্রবর্তী ও দেবস্মিতা মুখোপাধ্যায় (সাংস্কৃতিক সম্পাদক), অমর সরকার ও সুরঞ্জন পাল (ফুড সেক্রটারী)।