মেরিন কর্পস ম্যারাথনে অংশ নিলেন ডা. মোহাম্মদ তোহা


ওহাইও সংবাদ প্রকাশের সময় : ডিসেম্বর ১৩, ২০২২, ১২:৩৫ পূর্বাহ্ণ /
মেরিন কর্পস ম্যারাথনে অংশ নিলেন ডা. মোহাম্মদ তোহা

ক্রীড়া ডেস্ক : মেরিন কর্পস ম্যারাথনে অংশ নিলেন ডা. মোহাম্মদ তোহা, মেরিন কর্পস ম্যারাথন (এমসিএম) হল ওয়াশিংটন ডিসির ভার্জিনিয়ায় অনুষ্ঠিত একটি বার্ষিক ম্যারাথন। এমসিএম-এর লক্ষ্য হল শারীরিক সুস্থতা প্রচার করা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মেরিন কর্পসের সাংগঠনিক দক্ষতা প্রদর্শন করা। এমসিএম ১৯৭৬ সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং বর্তমানে এটি মার্কিন যুক্তরাষ্ট্রের চতুর্থ বৃহত্তম এবং বিশ্বের নবম বৃহত্তম ম্যারাথন।

এমসিএম ১৪ বছর বা তার বেশি বয়সী সকল দৌড়বিদদের জন্য উন্মুক্ত। ১০ নভেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের মেরিন কর্পসের জন্মদিনের কয়েক সপ্তাহ আগে। এই বছর মেরিন কর্প ম্যারাথন গত ৩০ শে অক্টোবর অনুষ্ঠিত হয়। ডা. মোহাম্মদ তোহা ভার্জিনিয়া গিয়েছিলেন কলম্বাস ওহাইও থেকে এই ম্যারাথনে অংশ নিতে। ৩০,০০০ দৌড়বিদ এই ম্যারাথনে অংশ নেন। ডা. মোহাম্মদ তোহা সকলের দোয়া চাইছেন, যাতে তিনি ভবিষ্যতে ৫০টি রাজ্যের ম্যারাথনে যোগ দিতে পারেন।