আলিমুল ইসলাম
☆☆☆☆
আমার কিছু বিবর্ণ সকাল ছিলো
আমার কিছু নিঃসঙ্গ দুপুরও ছিলো,
অতঃপর,আমি দেখেছিলাম,তোমার অমরাবতী চোখে-
আমারই নিশ্চুপ অবয়ব।
সেই থেকে,তোমাকে নিয়ে ভাবনার নব জাগরণে-
আমার সকালগুলো সব প্রগাঢ় রঙ্গিন,
তোমার মায়ার নিবিড় বন্ধনে-
আমার দুপুরগুলো সব অবারিত প্রতিদিন।
তাই,তোমার কাছে আমার কিছু দায় আছে
দায় আছে, তোমার অমরাবতী দু-চোখের কাছে।
যদি আর কখনো দেখা না হয়
এই উদিত সূর্য বিলাসে
অথবা,অবনমিত চন্দ্র কিরণে-
যদি এভাবেই একদিন হারিয়ে যেতে হয়
ধুলি ধূসর পৃথিবীর ধুলি কনার মত
অথবা,ঝরে যাওয়া ফুলের কোন পাপড়ির মত।
তবে,আমি বাতাসে মিশে হয়ে যাবো-
তোমার নবীন নিশ্বাস,
আমি মাটিতে মিশে হয়ে যাবো-
তোমার পায়ে হাটা পথ,
আর আমার বুকে জন্ম নেয়া ঘাস হয়ে-
আমিই জড়িয়ে যাবো তোমার পায়
আপনার মতামত লিখুন :