আমরিনা আক্তার, ও এস ইউ প্রতিনিধি : বাংলাদেশী কালচারাল অর্গানাইজেশন(বিসিও) ওহাইও স্টেট ইউনিভার্সিটি গত শুক্র (১৮ নভেম্বর) সংস্কৃতি সন্ধ্যা অনুষ্ঠিত হয়। যেখানে প্রথম বারের মত বাংলাদেশ, ভারত ও পাকিস্তানী ছাত্র সংগঠন এক হয়ে এই অনুষ্ঠানের আয়োজন করে।
বাংলাদেশী কালচারাল অর্গানাইজেশন(বিসিও) একটি ছাত্র সংগঠন যা কোভিডের সময় নিষ্ক্রিয় হয়ে গিয়েছিল। ওহাইও স্টেট ইউনিভার্সিটির ৩য় বর্ষের ছাত্রী আমরিনা আক্তার ২০২২ সালে ক্যাম্পাসে বাংলাদেশী কালচারাল অর্গানাইজেশন(বিসিও) পুনরায় চালু করে।
বাংলাদেশী কালচারাল অর্গানাইজেশন(বিসিও) ওহাইও স্টেট ইউনিভার্সিটির একটি ছাত্র সংগঠন যেখানে শিক্ষার্থীরা দক্ষিণ এশীয় সংস্কৃতি, বিশেষ করে বাঙালি সংস্কৃতি চর্চা করে থাকে। সংগঠনটি ওহাইও স্টেটে ইউনিভার্সিটির শিক্ষার্থীদের ক্যাম্পাসে বাঙালি সংস্কৃতিকে তুলে ধরার জন্য বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে। বাংলাদেশী কালচারাল অর্গানাইজেশন(বিসিও) এর আয়োজন বাংলাদেশী, ভারতীয়, পাকিস্তানী ছাত্র সংগঠন এক হয়ে ৩০০ জনেরও বেশি শিক্ষার্থী উপস্থিতি হয়ে প্রথমবারের মতো ওহাইও স্টেট ইউনিভার্সিটিতে দেশীও সংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানের আয়োজনে ছিল নাচ, গান, বাংলাদেশী ও ভারতীয় খাবারের ব্যবস্তা। বাংলাদেশী কালচারাল অর্গানাইজেশন(বিসিও) সর্বদা নতুন সদস্য সংগ্রহ, পারস্পরিক সম্পর্ক উন্নয়নে সহযোগিতা, নতুন নতুন ধারণা সন্ধান করে থাকে।
বাংলাদেশী কালচারাল অর্গানাইজেশন(বিসিও) পরিচারনার দ্বায়িত্বে আছেন, সভাপতি: আমরিনা আখতার, সহ-সভাপতি: তানজিন জিম, সম্পাদক: দীপিকা দাস, কোষাধ্যক্ষ: উমেরা নবী ও মাহিন জামান, সোশ্যাল মিডিয়া/মার্কেটিং: ঋষি কবীর। সংগঠনটি এগিয়ে যাওয়ার জন্য প্রয়োজন অনুদানের। বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ:
Akter.7@osu.edu (mailto:Akter.7@osu.edu)
Instagram: bco.osu
আপনার মতামত লিখুন :